সুজন কৈরী : রাজধানীর রামপুরা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএিমপি) গোয়েন্দা বিভাগ।
শুক্রবার এক বার্তায় ডিএমপির মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, ২৯ ডিসেম্বর যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় অভিযান চালিয়ে দুজনকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে গোয়েন্দা ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিম। গ্রেপ্তারকৃতরা হলো- মো. জিয়াউর রহমান মুন্না (২৫) ও মো. হাসান (১৯)। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার রামপুরার বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে নাদিম মাহমুদ (২৭) ও মো. রিয়াজুল ইসলাম রিপন (৪৪) নামের দুজনকে গ্রেপ্তার গোয়েন্দা গুলশান বিভাগের গুলশান ও ক্যান্টনমেন্ট জোনাল টিম। তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে ঢাকায় এনে বিক্রয় করতো। তাদের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা হয়েছে। সম্পাদনা: আখিরুজ্জামান সোহান