শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২১, ০৯:০৭ সকাল
আপডেট : ০১ জানুয়ারী, ২০২১, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৮ জেলে নিখোঁজ

উত্তম কুমার: [২] গভীর বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ১৮ জেলেসহ একটি মাছধরা ট্রলার নিখোঁজ হয়েছে। গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় এফবি আল-হাসান নামের ওই মাছধরা ট্রলারটি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর মহিপুর আড়ৎ ঘাট থেকে গভীর সমুদ্রে য়ায়। এরপর থেকে ট্রলারের কোন জেলের সাথে ট্রলার মালিক কিংবা স্বজনদের যোগাযোগ হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা আলীপুর মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা।

[৩] নিখোঁজ জেলেরা হচ্ছে ট্রলার মাঝি মো.নজরুল ইসলাম, আল-আমিন, শাকিল, শামিম, তোফাজ্জেল হোসেন ফকির, রমজান তালুকদার, শাহ আলম, আ.আজিজ,খলিল, হোচেন হাফিজুল্লাহ, কাশেম, ইউসুফ, বাবুল, আবুল কাশেম,কবির হোসেন,বাবলু ও শ্রী জগানাত।

[৪] দীর্ঘ ২৩ দিন ধরে নিখোঁজদের এসব জেলেদের কোন সন্ধান না মেলায় স্বজনদের কান্নায় উপকূলের বাতাস ভারী হয়ে যাচ্ছে। নিখোঁজ জেলেদের বাড়ি কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে মুসুল্লীয়াবাদ গ্রামেসহ বরগুনা জেলার তালতলী উপজেলার ছোট বগি ও লক্ষীপুর জেলার রামগতি উপজেলার বিভিন্ন এলাকার বলে জানা গেছে।

[৫] নিখোঁজ ট্রলারের নজরুল মাঝির ছেলে মো.নাছির জানান, ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পার্শ্ববর্তী দেশ ভারত বা মায়ানমার ভেসে যেতে পারে অথবা ডাকাতদের কবলে পড়েছে কিনা এটি তারা নিশ্চিত নয়।

[৬] কুয়াকাটা আলীপুর মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সভাপতি মো.আনছার উদ্দিন মোল্লা বলেন, নিখোঁজ জেলেদের অনুসন্ধান অব্যাহত রেখে কোস্টগার্ড ও নৌবাহিনীকে বিষয়টি অবহিত করেছি। এছাড়াও দেশের সম্ভাব্য বিভিন্ন এলাকায় খোঁজ খবর নেয়া হয়েছে।

[৭] মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, নিখোঁজ জেলেদের নাম উল্লেখ করে একটি সাধারণ ডাইরী হয়েছে। প্রয়োজনীয় খোঁজখবর ও ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়