আসিফুজ্জামান পৃথিল: [২] ট্রাম্পের মিত্ররা জো বাইডেনের বিজয়কে কলঙ্কিত করার চেষ্টা করেই চলেছেন। ট্রাম্পও দিয়ে যাচ্ছেন তার সমর্থন। কিন্তু রাজনৈতিক সত্তার বাইরে মার্কিন প্রেসিডেন্টের ব্যবসায়ী সত্তা অতিরিক্ত মুনাফার লোভ সামলাতে পারছে না। ওয়াশিংটনে একটি আন্তর্জাতিক হোটেল আছে এই বিলিওনিয়ার ব্যবসায়ীর। বাইডেনের অভিষেক উপলক্ষে সেটির ভাড়া বেড়েছে কয়েকগুন। পলিটিকো
[৩] হোটেলটির ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, অভিষেকের সময় হোটেলটিতে দুই রাত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। ১৯ এবং ২০ জানুয়ারি সেখানে একটি ঘর পেতে খরচ করতে হবে ২ হাজার ২২৫ ডলার। জানুয়ারির বাকি সময়ে সেখানে ২ দিনের ভাড়া ৪০০ ডলার।
[৪] এই হোটেলের রিসেপশানিস্ট পলিটিকোকে বলেন, অভিষেক ঘিরে এই হোটেলটি কোনও ব্যক্তিগত অনুষ্ঠান আয়োজন হবে না। আর প্রশ্ন করার সুযোগ না দিয়ে তিনি ফোন রেখে দেন। এই হোটেলের মুখপাত্র প্যাট্রিসিয়া ট্যাং বলেছেন, তাদের অভিষেক নিয়ে আলাদা কোনও পরিকল্পনা নেই।