শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২১, ১০:৩২ দুপুর
আপডেট : ০১ জানুয়ারী, ২০২১, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তেল নয়, পানিই হবে ভবিষ্যত বিশ্ব রাজনীতির কেন্দ্র [২] ফ্যাক্টর হয়ে দাঁড়াবে নদীমাতৃক বাংলাদেশ

আসিফুজ্জামান পৃথিল: [৩]সারাবিশ্বে যখন সুপেয় জলের হাহাকার, মিঠা পানির দ্বিতীয় বৃহত্তম রিজার্ভ থাকায় স্বস্তিতে আছে বাংলাদেশ

[৪] জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের বড় পানির রিজার্ভগুলো ক্রমেই শুকিয়ে যাচ্ছে। অনেক দেশের ভূগর্ভস্থ পানির রিজার্ভ প্রায় শেষ। ভারতে পানির লাইনে উঠে আসছে কাদা, অস্ট্রেলিয়ার দশাও তাই। সৌদি আরবের ‘ওয়াদি’ বলে পরিচিত জলাধারের সংখ্যা একেবারেই কমে গেছে। বৈকাল হ্রদের পানিতে দেখা দিয়েছে দূষণ। আফ্রিকান গ্রেট লেকগুলোর পানি প্রতিবছর কমছে।

[৫] বাংলাদেশে বৃষ্টির অভাব নেই, উজান থেকে আসা পানি বন্ধের সম্ভাবনাও নেই। মেঘনা নদীতে রয়েছে মিঠা পানির রিজার্ভ। হাওড় অঞ্চলে প্রতি বছরই বিশাল রিজার্ভ তৈরি হয়।

[৬] পরিবেশবিদ ড. আতিক রহমান জানান, মজুতের দিক দিয়ে কানাডার পরই বাংলাদেশের অবস্থান। তবে মৌসুমী অভাব দেখা দেয়, প্রয়োজনের অনেক বেশি পানি প্রবাহিত হয় বর্ষা মৌসুমে। জলাধার তৈরি করে অতিরিক্ত পানি সংরক্ষণ করা জরুরি। আগে এই কাজ করতো বড় দীঘি আর পুকুরগুলো। কিন্তু দখল ও ভরাটের ফলে এসব জলাধারের সংখ্যা ও আয়তন কমে গেছে। সরকারি উদ্যোগেই সারাদেশে বড় বড় অসংখ্য জলাধার তৈরি করতে হবে।

[৭] ড. আতিক বলেন, আমাদের বড় সমস্যা নদী দূষণ। পানির অপচয় আরও একটি বড় সমস্যা। কৃষিতে প্রচুর পানির অপচয় হয়। দূষণ-অপচয় ঠেকিয়ে সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করলে পানি খাতে বাংলাদেশ হয়ে উঠবে অনন্য সম্ভাবনা।

[৮] তবে খানিকটা দ্বিমত পোষণ করছেন নদী বিশেষজ্ঞ আইনুন নিশাত। তিনি জানান, বাংলাদেশের ৯২ শতাংশ পানি আসে প্রতিবেশি দেশ থেকে। এই পানি সম্পদ হলেও তার উপর বাংলাদেশের কোনও নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ছাড়া তা সুবিধামতো ভোগ করা কঠিন হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়