শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২১, ০১:০৪ রাত
আপডেট : ০১ জানুয়ারী, ২০২১, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ থেকে আর ইউরোপিয় ইউনিয়নের অর্ন্তভূক্ত নয় ব্রিটেন, রাণীর সইয়ে চূড়ান্ত পরিণতি পেলো ব্রেক্সিট

লিহান লিমা: [২] নতুন বছর ব্রিটেনের জন্য এক নতুন সূচনা। ২০২০ সালের ৩১ ডিসেম্বর রাত ১১টায় আনুষ্ঠানিকভাবে শেষ হবে ব্রিটেন ও ইউরোপিয় ইউনিয়নের মধ্যকার ব্রেক্সিটের অর্ন্তবর্তীকালীন সময়। ৫১ শতাংশ ব্র্রিটিশ গণভোটে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার রায় দেয়ার ৪ বছর পর ইইউ’র একক বাজার ও কাস্টম ইউনিয়ন থেকে এদিন বের হয় ব্রিটেন। আল জাজিরা/গার্ডিয়ান

[৩] নতুন বছরের পূর্বে দুই পক্ষই ভবিষ্যত বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে চুক্তি সই করেছে। চুক্তির আওতায় ব্রিটেন ও ইইউ উভয় পক্ষই শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পাবে। তবে ব্রিটিশ ও ইউরোপিয়দের অপর দেশে কাজ, জীবন-যাপন ও ভ্রমণের ক্ষেত্রে আসবে ভিসাগত নিয়ম। গত ২৪ ডিসেম্বর দুই পক্ষ চুক্তিতে পৌঁছানোর পর বুধবার ব্রিটিশ পার্লামেন্ট দ্রুততম সময়ের মধ্যে এই চুক্তি অনুমোদন দেয়। বৃহস্পতিবার সকালে রাণী দ্বিতীয় এলিজাবেথ চুক্তিতে স্বাক্ষর করেন। ফলে ব্রেক্সিট চুক্তি এখন ব্রিটেনে আইনে পরিণত হলো। নতুন বছর ব্রিটেনের জন্য দশকব্যাপী অভ্যস্ত হওয়া ইইউর অর্থনৈতিক, সাংষ্কৃতিক ও সামাজিক নীতি-নিয়ম থেকে সম্পূর্ণরুপে বের হয়ে একলা চলার নতুন শুরু।

[৪] ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ৩১শে ডিসেম্বর রাত ১১টা আমাদের দেশের ইতিহাসে এক নতুন শুরু এবং আমাদের বৃহত্তম মিত্র ইইউ’র সঙ্গে নতুন সম্পর্কের এক উল্লেখযোগ্য সূচনা। এখন সময় আমাদের, সময় এখন নতুন সুযোগকে উন্মেচিত করার।

[৫] ইংল্যান্ডের সারে বিশ্ববিদ্যালয়ের রাজনীতির অধ্যাপক সায়মন উশারউড বলেন, ‘ঐতিহাসিকভাবে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি চুক্তি। তবে বর্হিবিশ্ব এখন থেকে কিভাবে ব্রিটেনকে গ্রহণ করবে এবং ব্রিটেন কিভাবে বাকি বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে তা নিয়ে অনেক অনিশ্চয়তা রয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়