শিরোনাম
◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না ◈ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ বিশেষজ্ঞরা চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন: আলী রীয়াজ ◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা ◈ মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ◈ ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো 

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিকে হালদারের বান্ধবী অবন্তিকাকে আবারো তলব করবে দুদক

ডেস্ক রিপোর্ট: পলাতক প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার)র ‘বান্ধবী’ অবন্তিকা বড়ালকে আবারও তলবি নোটিশ পাঠাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রথম তলবে সাড়া না দেয়ায় বিধি অনুযায়ী শিঘ্রই তাকে দ্বিতীয়বার নোটিশ দেয়া হবে। এ তথ্য জানিয়েছে সংস্থার একটি দায়িত্বশীল সূত্র।

সূত্রমতে, গত ২৮ ডিসেম্বর অবন্তিকা বড়ালকে হাজির হতে নোটিশ দেয়া হয়েছিলো। রাজধানীর ধানমন্ডির ১০/এ সাত মসজিদ রোডে ৩৯ নম্বর বাড়ির ১২/ই ফ্ল্যাটের ঠিকানায় অবন্তিকাকে নোটিশ দেয়া হয়। এই ফ্ল্যাটটি তার নামেই কেনা। ইতিপূর্বে দুদকের দেয়া নোটিশে উল্লেখ করা হয়,আসামি পিকে হালদারের সঙ্গে যোগসাজশে অসৎ উদ্দেশে বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কর্মকান্ডের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে অবন্তিকার বিরুদ্ধে। মামলার তদন্ত কর্মকর্তা সংস্থার উপ-পরিচালক মো.সালাহউদ্দিন এ নোটিশ পাঠান। গত সোমবার সকাল ১০টায় অবন্তিকাকে দুদকে হাজির হওয়ার সময় বেধে দেয়া হলেও নোটিশে তিনি সাড়া দেন নি। ব্যক্তিগত কোনো সমস্যার কারণে হাজির হতে পারেননি বা কবে হাজির হতে পারবেন-এ বিষয়েও লিখিত বা ফোনে দুদককে জানানো হয়নি। এ প্রেক্ষাপটে বিধি অনুযায়ী তাকে দ্বিতীয়বার নোটিশ করা হবে বলে জানিয়েছে সূত্রটি। এর আগে ধানমন্ডি আবাসিক এলাকার ৬ নং রোডের পুরাতন ২১ নং ও নতুন ১৭ নং প্লটে নির্মিত ১৪ তলা বাড়ির সপ্তম তলায় ২ হাজার ৬০৩ বর্গফুটের এ-৭ নং ফ্ল্যাট এবং রূপগঞ্জে পিকে হালদারের মালিকানায় থাকা বিপুল সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

এর আগে দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান হাইকোর্টে এক ব্রিফিংয়ে জানান, পিকে হালদারের ৭০-৮০ জন বান্ধবী রয়েছে। তারার পিকে হালদারের অনিয়ম, দুর্নীতি এবং অর্থ পাচারের সঙ্গে নানাভাবে সংশ্লিষ্ট। এরপরই দুদক পিকে হালদারের বান্ধবীদের খোঁজে মাঠে নামে দুদক। ২৭১ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকার অবৈধ সম্পদ অর্জন ও দেড় হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে পিকে হালদারের বিরুদ্ধে গত ৮ জানুয়ারি মামলা করেন।সূত্র: ইনকিলাব

  • সর্বশেষ
  • জনপ্রিয়