শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২০, ১০:৩২ দুপুর
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২০, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নকশাবহির্ভূত দোকান উচ্ছেদ অভিযান কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়: মেয়র তাপস

সমীরণ রায়: [৩] মেয়র শেখ ফজলে নূর তাপস দেলোয়ার হোসেন দেলুকে দিয়ে এসব করাচ্ছেন। এতে তার ব্যক্তিগত, দলীয় ও পারিবারিক ইমেজ (ভাবমূর্তি) নষ্ট হচ্ছে। সাবেক মেয়র সাঈদ খোকনের এমন বক্তব্যের জবাবে বর্তমান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র আরও বলেন, গত মঙ্গলবার সংবাদমাধ্যমে একটি বিষয়ে প্রচারিত হয়েছে। আমি আবারও খুব পরিষ্কারভাবে বলতে চাই, এই অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম কোনো ব্যক্তিকেন্দ্রিক না। কোনোভাবেই এই কার্যক্রমকে বাধাগ্রস্ত করা যাবে না। আমরা কোনোভাবেই সেটাতে আপস করব না।

[৪] শেখ ফজলে নূর তাপস বলেন, সুশাসিত ঢাকা আমাদের ইশতেহারের মূল প্রতিপাদ্য বিষয়। স্বশাসিত ঢাকা ছাড়া উন্নত ঢাকা গড়া সম্ভব নয়। সুতরাং কোনো ব্যক্তি যদি এতে হেয় প্রতিপন্ন হন, লজ্জিত হন, সেটা সেই ব্যক্তির বিষয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিষয় নয়।

[৫] দক্ষিণ সিটি করপোরেশন থেকে দুর্নীতি নির্মূল করারও ঘোষণা দিয়ে তিনি বলেন, কোনো অবহেলা, কোনো অসদাচরণ, কোনো আত্মসাৎ বরদাস্ত করা হবে না। প্রধানমন্ত্রী যে রূপকল্প দিয়েছেন, সেই রূপকল্প বাস্তবায়নই মূল লক্ষ্য।

[৬] বুধবার ডিএসসিসির ৪ নম্বর ওয়ার্ডের বাসাবো বালুর মাঠসংলগ্ন এলাকায় বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়