শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২০, ০৩:৫১ রাত
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২০, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেসি ও সুয়ারেজ এক সঙ্গে খেলতে চান বেকহামের ইন্টার মিয়ামিতে

স্পোর্টস ডেস্ক : [২] চলতি মৌসুমের শুরুতে অনেকটা জোর করেই বার্সেলোনা থেকে বের করে দেওয়া হয়েছে লুইস সুয়ারেজকে। যোগ দিয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদে। তাতে বিচ্ছেদ হয়েছে প্রিয় বন্ধু লিওনেল মেসির সঙ্গে। কাতালান শিবিরে এ দুই তারকাকে প্রায় সবসময়ই একত্রে দেখা যেত। তবে আবার তারা একসঙ্গে খেলার পরিকল্পনা করছেন বলে জানিয়েছে স্প্যানিশ রেডিও কাতালুনিয়া।

[৩] আগের দিন স্প্যানিশ টেলিভিশন চ্যানেল লাসেক্সতাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলতে আগ্রহী তিনি। তবে সেটা এখনই নয়, আমি সব সময় যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা নেওয়ার স্বপ্ন দেখেছি। সেখানকার লিগে খেলার কথা ভেবেছি। জানি না, এটা সম্ভব হবে কি না। এটা এখন নয়, ভবিষ্যতের ভাবনা।

[৪] আর মেসির এ সাক্ষাৎকারের পরই গুঞ্জনটা বেড়েছে। রেডিও কাতালুনিয়া জানিয়েছে, আরও কয়েক বছর ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলার পর ডেভিড বেকহামের ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন মেসি। আর তখন তার সঙ্গে সঙ্গী হবেন সুয়ারেজ। দুই বন্ধুর সঙ্গে এ নিয়ে না-নাকি আলোচনাও হয়েছে।

[৫] ধারণা করা হচ্ছে আগামী ২০২২ সালের পর মিয়ামিতে যোগ দিতে পারেন মেসি ও সুয়ারেজ। ২০২২ পর্যন্ত অ্যাতলেতিকোর সঙ্গে চুক্তি করেছেন সুয়ারেজ। আর মেসির চুক্তির মেয়াদ ফুরচ্ছে আগামী গ্রীষ্মেই। সেক্ষেত্রে আরও এক মৌসুম ইউরোপে কাটিয়ে মেজর সকার লিগে নাম লেখাতে পারেন রেকর্ড ছয় বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।

[৬] এদিকে মেসির দল বদল নিয়ে নানা গুঞ্জনই ভাসছে ফুটবল পাড়ায়। অবশ্য আগের দিন মেসি জানিয়েছেন আপাতত দল বদলের কোনো ইচ্ছে নেই তার। মৌসুম শেষেই জানাবেন তার পরবর্তী লক্ষ্যের কথা। মার্কা / গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়