মাসুদ রানা : বাংলাদেশের একজন উচ্চশিক্ষিত শীর্ষনেতা (দলীয় প্রধান) তাঁর ফেইসবুকে ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা" জানিয়েছেন! তাঁর শুভেচ্ছাটি আমার পাতায় ল্যাণ্ড করেছে বলে নজরে এলো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করা এ-নেতাটি প্রায়ই অদ্ভুত মন্তব্য ও 'তথ্য' দিয়ে ফেইসবুক দেন এবং আজও তাই করলেন! তিনি নেতা বলেই আমি তাঁর ভুলের বিষয়ে নীরব থাকতে পারি না।
নেতাদেরকে জনতা অনুসরণ করে বলেই, তাঁদের ভুল একজন সাধারণ মানুষের ভুলের মতো অগ্রাহ্য করা যায় না। নেতাদের ভুলে একটি জাতি তার পরিণাম ভোগ করে।
যাহোক, এই বিশ্বে "ইংরেজি" বা "ইংলিশ" নামের কোনো ক্যালেণ্ডার নেই। ফলে, "ইংরেজি নববর্ষ" একটি অলীক ধারণা। বিশ্ব যে ক্যালেণ্ডার বা পঞ্জিকা ব্যবহার করে, তা হচ্ছে একটি ক্রিশ্চিয়ান ক্যালেণ্ডার, যাকে বাংলায়্ 'খ্রিষ্টাব্দ' বলা হয়। এটিকে 'গ্রিগোরিয়ান ক্যালেণ্ডার'ও বলা হয়। কারণ ১৫৮২ সালে পৌপ গ্রিগোরি অষ্টম এই ক্যালেণ্ডার প্রবর্তন করেন। বলাই বাহুল্য, ইংল্যাণ্ড বা ইংলিশের সাথে এর কোনো সম্পর্ক নেই। ফলে, গ্রিগোরিয়ান ক্রিশ্চিয়ান ক্যালেণ্ডারের নববর্ষকে "ইংরেজি নববর্ষ" বলা ভুল।