শরীফ শাওন: [২] সহকারী সার্জন চিকিৎসক নিয়োগে আবেদনের শেষ দিন রোববার পর্যন্ত এ আবেদন জমা পড়ে জানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর আগে ৭ ডিসেম্বর আবেদন গ্রহণ শুরু হয়।
[৩] পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, আবেদন ফি অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরিশোধযোগ্য। ৩০ ডিসেম্বর পর্যন্ত এ অর্থ জমা করা যাবে।
[৪] আগামী ফেব্রুয়ারি অথবা মার্চের শুরুতে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে জানিয়ে তিনি বলেন, ৩০০ নম্বরের পরীক্ষা হবে। ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) ও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে।
[৫] দুই ঘণ্টার প্রিলিমিনারি পরীক্ষায় মেডিকেল সায়েন্স ১০০ নম্বর, বাংলা ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তির ১০ নম্বরের হবে। পরীক্ষার্থীর সঠিক উত্তরে ১ নম্বর যোগ হবে, ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে দশমিক ৫০ নম্বর কাটা হবে।