স্পোর্টস ডেস্ক : [২] গত দশ বছরে তথা এক দশকে আইসিসির সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন বিরাট কোহলি। আইসিসির স্যার গ্যারি সোবার্স অ্যাওয়ার্ড জিতেছেন ভারতীয় অধিনায়ক।
[৩] ক্রিকেটের তিন ফরম্যাট ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট সব গুলোতেই আইসিসির দশক সেরা একাদশে ছিলেন বিরাট কোহলি। নির্বাচিত হয়েছেন দশকের সেরা টেস্ট দলের ক্যাপ্টেন। এবার সবার সেরা ক্রিকেটারের তকমা পেলেন তিনি।
[৪] এই দশকে সব সংস্করণে অবিশ্বাস্য ধারাবাহিক ছিলেন কোহলি। গড়েছেন একের পর এক রেকর্ড। এই দশ বছরে ৮৬ টেস্ট খেলে ৫৩.৬২ গড়ে ৭ হাজার ২৪০ রান করেন কোহলি। তার ব্যাট থেকে এসেছে ২৭ সেঞ্চুরি।
[৫] দশ বছরে ২০৮ ওয়ানডেতে কোহলি ৬১.৮৩ গড়ে করেন ১০ হাজার ৩৮৮ রান। শতরানের ইনিংস খেলেন ৩৯ বার। ৮০ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫০.৩২ গড়ে ২ হাজার ৭৬৮ রান এসেছে তার ব্যাটে। ফিফটির বেশি রান করেছেন ২৪ ইনিংসে।
[৬] ভারত অধিনায়ক শুধু হাতছাড়া করেন দশকের সেরা টেস্ট ও টি-২০ ক্রিকেটারের পুরস্কার। টেস্টে সেরা নির্বাচিত হয়েছেন স্টিভেন স্মিথ। টি- টোয়েন্টিতে সেরা নির্বাচিত হয়েছেন রশিদ খান।- আইসিসি