মহসীন কবির: [২] করোনা সংক্রমণ ঠেকাতে এ স্থগিতের ঘোষণা দেয় সৌদি আরব। বন্ধ থাকবে দেশটির স্থল ও সমুদ্রবন্দরগুলোও।ডিবিসি ও ৭১ টিভি
[৩] সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে। এর আগে, যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা শনাক্ত হওয়ার পর ২১শে ডিসেম্বর এক সপ্তাহের জন্য সব ফ্লাইট বাতিল করে দেশটি। এই নিষেধাজ্ঞার বাড়তে পারে এমন আভাসও দিয়েছিলো সেখানকার গণমাধ্যমগুলো।
[৪] নিষেধাজ্ঞার শেষ দিনে আরও এক সপ্তাহ সব ফ্লাইট স্থগিতের ঘোষণা এলো। সৌদি আরবের নিষেধাজ্ঞার কারণে এক সপ্তাহ ধরে বাংলাদেশ থেকেও বন্ধ রয়েছে ফ্লাইট। এতে বিপাকে পড়েছেন অনেক প্রবাসী।