শিরোনাম
◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০, ০৫:৪৩ সকাল
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামুতে গৃহবধূকে গলাকেটে করে হত্যা

কামাল শিশির: [২] কক্সবাজারের রামুর খুনিয়া পালং ইউনিয়নে বাড়িতে ঢুকে দিনদুপুরে খালেদা আক্তার নামের (৫০) এক গৃহবধূকে গলা কেটে করে হত্যা করেছে মুখোশধারী ডাকাতরা।

[৩] রোববার ২৭ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে খুনিয়া পালং ইউনিয়নের ৫নং ওয়ার্ড কমবোনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে ডাকাতির সময় ডাকাত দলের সদস্যদের চিনে ফেলার কারণে ওই নারীকে হত্যা করা হয়েছে।

[৪] বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ বিদ্যুৎ জানান,হত্যার শিকার গৃহবধূ ও তার স্বামী আজিম উদ্দিন কয়েক বছর আগে মহেশখালী থেকে ওই এলাকায় এসে স্থায়ীভাবে বসবাস করছেন। এ কারণে রবিবার বেলা ১১টার দিকে মহেশখালী থেকে খুনিয়া পালং এ ভোটার হস্তান্তর প্রক্রিয়ার জন্য নিহতের স্বামী নাজিম উদ্দীন ইউনিয়ন পরিষদে অবস্থান করছিল।

[৫] তিনি আরো বলেন, একটু নির্জন পাহাড়ি এলাকায় ঘর হওয়ার কারণে পুরুষ শূন্য ঘরে হানা দেয় মুখোশধারী ডাকাতের দল।এসময় ডাকাতরা ওই বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। সম্ভবত ডাকাত দলের সদস্যদের চিনে ফেলায় তারা ওই নারীকে জবাই করে হত্যা করেছে।

[৬] রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমিরুজ্জামান জানান, রামু থানা পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহভাজন জড়িতদের ধরতে পুলিশের একটি টিম মাঠে কাজ করে যাচ্ছে। দ্রুতই হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়