শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০, ০৯:৩৫ সকাল
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনে ৮০ রাকাত নফল নামাজ ও ২২ বছর ধরে তাহাজ্জুদ পড়েন শামীম ওসমান, ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট : আওয়ামীলীগের প্রভাবশালী নেতা হিসেবে সংসদ সদস্য শামীম ওসমানের খ্যাতি রয়েছে পুরো দেশে। প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জ আওয়ামীলীগের রাজনীতিতে রয়েছে তার বিশাল কর্মীবাহিনী।

অতি অল্প সময়ের নোটিশে হাজার হাজার কর্মীর সমাগম করাতে পারেন তিনি। কখনও সমালোচনা আর আলোচনায় থাকা এই নেতা করোনাকালে হাজারো মানুষের পাশে দাড়িঁয়ে মানবিকতার উদাহরণও সৃষ্টি করেছেন।

কিন্তু রাজনীতির বাইরে গত কয়েক বছরে নিজের ইমেজ সৃষ্টি করতে স্বক্ষম হয়েছেন একজন খোদা ভীরু ব্যক্তি হিসেবে। বিশেষ করে রাজনৈতিক সভা সমাবেশের চেয়ে ওয়াজ মাহফিলে বক্তব্য দিতেই স্বাচ্ছন্দ বোধ করতে দেখা যায় এই প্রভাবশালী নেতাকে।

এমনকি গত বছর একটি ওয়াজ মাহফিলে তার ওয়াজ শুনে বখসিসও দিয়েছিলেন একজন শ্রোতা। তারই ধারাবাহিতায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এবার তার নফল নামাজ আদায়ের বিষয়টি জানিয়েছেন।

গত ২৬ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জ এলাকায় আয়োজিত এক সমাবেশে তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের হুশিয়ার দেয়া এক শ্রেণির মাওলানাদের উদ্দেশ্যে বলেন, ‘আমাদেরকে আপনারা ইসলাম বুঝান আমরা কুরআন পড়ি না? ২২ বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি নাই।’

তিনি বলেন, প্রতিদিন ৭০ থেকে ৮০ রাকাত নফল নামাজ বেশি পড়ি আল্লাহর রহমতে। দুবেলা কুরআন শরীফ পড়ি। ধর্ম সবার। ধর্মের জবাব আল্লাহর কাছে দিব; আর কারও কাছে না।

‘কারও কাছ থেকে লাইসেন্স দিতে হবে আমার ? আমি মুসলমান, আমি মুসলমান না। আপনারা লাইসেন্স দিবেন আমাদের। আল্লাহ আপনাদের হেদায়েত করুক।’

এই আওয়ামী লীগ নেতা বলেন, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় কোনোদিন ভোটের মাধ্যমে আসতে পারবে না, তারা এবার বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে খেলা শুরু করেছে। তারা ভাস্কর্য ভাঙার সাহস দেখায়। আমার কাছে লজ্জা লাগে, নিজের কাছে নিজের ঘৃণা লাগে।

‘আওয়ামী লীগ করি, সরকারি দল করি, দেখলাম কথা কেউ শুরু করেনি। বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দিলে সাধারণ মানুষ হিসেবে লড়াই করবো। দেখবো কতটুকু মায়ের বুকের দুধ খেয়েছো তোমরা। আমাদের আপনারা ইসলাম বোঝান, আমরা কোরআন পড়ি না?’

শামীম ওসমানের এই বক্তব্যের ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভার্চুয়াল দুনিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র ২৪ঘন্টায় প্রায় লাখের কাছাকাছি পৌছে গেছে ভিডিওটিও দর্শক সংখ্যা। সূত্র: যুগান্তর

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়