শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০, ১২:০৫ দুপুর
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, শীতের কাপড় কেনার হিড়িক

সোহাগ হাসান: [২] বিশেষ করে চর ও দুর্গম অঞ্চলের গরিব ও অসহায় পরিবারের লোকজন এখন মানবেতর জীবন যাপন করছে।

[৩] ঘন কুয়াশাজনিত কারণে সকাল প্রায় ৯টা পর্যন্ত মহাসড়কে বাস ট্রাকসহ বিভিন্ন যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করে। এ কারণে যে কোনও সময় বড় ধরণের দুর্ঘটনার আশংকা করা হচ্ছে।

[৪] সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ২ সপ্তাহ ধরে জেলায় তীব্র শীত ও ঘন কুয়াশা অব্যাহত রয়েছে। ঠাণ্ডা জনিত কারনে শিশুসহ অনেকের জ্বর সর্দিসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ঘন কুয়াশার জেলার বিভিন্ন স্থানে ধানের বীজতলাও বিনষ্ট হচ্ছে।

[৫] এ শীতে কৃষকরা মাঠেও নামতে হিমশিম খাচ্ছে। গ্রামঞ্চলের লোকজন খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণ করছে। স্থানীয় হাট-বাজারে শীতবস্ত্র ও পুরাতন গরম কাপড় কেনারও হিড়িক পড়েছে। মূল্য বেশি থাকায় দিনমজুর ও অসহায় পরিবারের লোকজন শীতবস্ত্র ক্রয় করতে পারছে না। বিশেষ করে চরাঞ্চলসহ যমুনা নদীর তীরবর্তী অসহায় দিনমজুর পরিবারগুরো এখন শীতে কাহিল।

[৬] সন্ধ্যার পরেই জেলা উপজেলা শহরগুলোতে জনসমাগম কমে যায়। যমুনা নদীর তীরবর্তী চৌহালী, শাহজাদপুর, কাজিপুর, বেলকুচি ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলসহ দূর্গম অঞ্চলে এই তীব্র শীতের প্রভাব বেশি।

[৭] ইতিমধ্যেই সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে জেলার অনেক স্থানে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। তবে চাহিদার তুলনায় অপ্রতুল শীতবস্ত্র বিতরণ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

[৮] এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ তোফাজ্জল হোসেন বলেন, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে নগদ ৫৪ লাখ টাকাসহ ৪১ হাজার ৪’শ পিস কম্বল বরাদ্ধ পাওয়া গেছে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ইতিমধ্যেই এসব কম্বল বিতরণ শুরু করেছে। এছাড়া চালসহ ৮ হাজার ৩’শ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আরো কম্বলের চাহিদা পাঠানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়