শিরোনাম
◈ সম্পদ বাজেয়াপ্তের আদেশ, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পদ কত? যা জানাগেল ◈ জার্মানি ও নেদারল্যান্ডস বিশ্বকাপে জায়গা নি‌শ্চিত কর‌লো ◈ কোটালীপাড়ায় ককটেল হামলায় তিন পুলিশ সদস্য আহত ◈ শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী হতে পারে? ◈ এ‌শিয়া কাপ রাই‌জিং স্টার্স ক্রিকে‌টে আফগানিস্তানকে ৮ উইকেটে হারালো বাংলাদেশ ◈ ‘আই ডোন্ট কেয়ার’ পোস্টে বিতর্ক, শাহবাগ থানায় সোপর্দ ঢাবির ডেপুটি রেজিস্টার ◈ তা‌মিম ইকবাল বিপিএল থেকে নাম প্রত্যাহার ক‌রে নি‌লেন ◈ শেখ হাসিনার মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের ভবিষ্যৎ কী: বিবিসির বিশ্লেষণ ◈ ফেনীতে সাবেক এমপির বাগান বাড়িতে ছাত্র–জনতার অগ্নিসংযোগ ◈ জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০, ১২:০৫ দুপুর
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, শীতের কাপড় কেনার হিড়িক

সোহাগ হাসান: [২] বিশেষ করে চর ও দুর্গম অঞ্চলের গরিব ও অসহায় পরিবারের লোকজন এখন মানবেতর জীবন যাপন করছে।

[৩] ঘন কুয়াশাজনিত কারণে সকাল প্রায় ৯টা পর্যন্ত মহাসড়কে বাস ট্রাকসহ বিভিন্ন যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করে। এ কারণে যে কোনও সময় বড় ধরণের দুর্ঘটনার আশংকা করা হচ্ছে।

[৪] সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ২ সপ্তাহ ধরে জেলায় তীব্র শীত ও ঘন কুয়াশা অব্যাহত রয়েছে। ঠাণ্ডা জনিত কারনে শিশুসহ অনেকের জ্বর সর্দিসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ঘন কুয়াশার জেলার বিভিন্ন স্থানে ধানের বীজতলাও বিনষ্ট হচ্ছে।

[৫] এ শীতে কৃষকরা মাঠেও নামতে হিমশিম খাচ্ছে। গ্রামঞ্চলের লোকজন খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণ করছে। স্থানীয় হাট-বাজারে শীতবস্ত্র ও পুরাতন গরম কাপড় কেনারও হিড়িক পড়েছে। মূল্য বেশি থাকায় দিনমজুর ও অসহায় পরিবারের লোকজন শীতবস্ত্র ক্রয় করতে পারছে না। বিশেষ করে চরাঞ্চলসহ যমুনা নদীর তীরবর্তী অসহায় দিনমজুর পরিবারগুরো এখন শীতে কাহিল।

[৬] সন্ধ্যার পরেই জেলা উপজেলা শহরগুলোতে জনসমাগম কমে যায়। যমুনা নদীর তীরবর্তী চৌহালী, শাহজাদপুর, কাজিপুর, বেলকুচি ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলসহ দূর্গম অঞ্চলে এই তীব্র শীতের প্রভাব বেশি।

[৭] ইতিমধ্যেই সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে জেলার অনেক স্থানে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। তবে চাহিদার তুলনায় অপ্রতুল শীতবস্ত্র বিতরণ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

[৮] এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ তোফাজ্জল হোসেন বলেন, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে নগদ ৫৪ লাখ টাকাসহ ৪১ হাজার ৪’শ পিস কম্বল বরাদ্ধ পাওয়া গেছে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ইতিমধ্যেই এসব কম্বল বিতরণ শুরু করেছে। এছাড়া চালসহ ৮ হাজার ৩’শ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আরো কম্বলের চাহিদা পাঠানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়