শিরোনাম
◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২০, ০৩:৪১ রাত
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২০, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আত্মঘাতী গোলে ড্র মানলো ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক : [২] ইংলিশ প্রিমিয়ার লিগে ফের আটকে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার লেস্টার সিটির মাঠে খেলতে গিয়ে ড্র নিয়ে ফিরতে হয়েছে দলটিকে। ফলে টেবিলের দুইয়ে ওঠার সুযোগ হারিয়েছে দলটি। অন্যদিকে পয়েন্ট আদায় করে নিয়ে দ্বিতীয় স্থানটা ধরে রেখেছে লেস্টার।

[৩] শনিবার লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ২-২ ড্র হয়। মার্কাস রাশফোর্ডের গোলে সফরকারীরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন হার্ভে বার্নস। দ্বিতীয়ার্ধে ব্রুনো ফের্নান্দেসের গোলে এগিয়ে যাওয়ার পর আত্মঘাতী গোলে পয়েন্ট হারায় ইউনাইটেড।

[৪] ম্যাচের ফলাফল দেখে আসল চিত্র বোঝা যাবে না। গোটা ম্যাচ জুড়ে এত সুযোগ মিস করেছেন মার্কাস রাশফোর্ড, ব্রæনো ফার্নান্দেসরা, যে অনায়াসে তারা বিরাট ব্যবধানে জিততে পারত। শুরু থেকেই দাপট দেখাচ্ছিল লেস্টার। কিন্তু খেলার বিপরীতে গিয়েই রাশফোর্ডের গোলে এগিয়ে যায় ম্যানইউ। তবে ৩১ মিনিটেই দূরপাল্লার শটে গোল করে সমতা ফেরান লেস্টারের হার্ভে বার্নস।

[৫] ৭৯ মিনিটে এডিনসন কাভানি নামেন। দুই মিনিট পরেই তার পাস থেকে ফার্নান্ডেস দলকে এগিয়ে দেন। ৬ মিনিট পরই আত্মঘাতী গোল হজম করে বসে ইউনাইটেড। পয়েন্ট টেবিলের আগের অবস্থানেই রইল দল দুটি। ১৫ ম্যাচে নয় জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ব্রেন্ডন রজার্সের লেস্টার। এক ম্যাচ কম খেলে আট জয় ও তিন ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে তিনে উলে গুনার সুলশারের ইউনাইটেড। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। - গোল ডটকম/ দেশরূপান্তর

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়