আশরাফুল নয়ন: [২] উত্তাঞ্চলের সীমান্ত জেলা নওগাঁয় আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকে এখানে সূর্যের দেখা মেলেনি।
[৩] এর আগে গতকাল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
[৪] নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে শনিবার সকালে সর্বনিম্ম তাপমাত্রা ছিলো ৮ডিগ্রি সেলসিয়াস। যা অনুমান করা হচ্ছে সারা দেশের মধ্যে সর্বনিম্ন।
[৫] মাত্র এক দিনের ব্যবধানে তাপমাত্রা আরও কমে যাওয়ায় বেশ শীত অনুভূত হচ্ছে। সরকারিভাবে গতকাল থেকেই জেলার এগারোটি উপজেলায় শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে।
[৬] জেলা প্রশাসক হারুন-অর-রশীদ বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শীতার্ত মানুষের জন্য এ পর্যন্ত ২০ হাজার ৭০০ কম্বল ও নগদ ২৪ লাখ টাকা আর্থিক সহযোগিতা পাওয়া গেছে। এগুলো জেলার এগারো উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে।
[৭] নওগাঁর বদলগাছী কৃৃষি আবহাওয়া পর্যবেক্ষনাগাঢ়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানূর রহমান বলেন, তাপমাত্রা এক দিনের ব্যবধানে ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ায় বেশি শীত অনুভূত হচ্ছে।
[৮] গত কয়েকদিন হালকা কুয়াশা থাকলেও গতকাল শুক্রবার বিকেল থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে নওগাঁ। দিনের বেলাতেও যানবাহনগুলো লাইট জ্বালিয়ে চলাচল করছে। তবে ঘন কুয়াশা থাকলেও শীতের তীব্রতা অনেকটাই কম। হঠাৎ করেই শীতের তীব্রতার কারণে চরম বিপাকে পড়েছে খেটে-খাওয়া দিনমজুর শ্রেণির মানুষরা। তবুও বাধ্য হয়েই মাঠে-ঘাটে কাজ করছে। সম্পাদনা: সাদেক আলী