শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২০, ১১:০০ দুপুর
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

আশরাফুল নয়ন: [২] উত্তাঞ্চলের সীমান্ত জেলা নওগাঁয় আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকে এখানে সূর্যের দেখা মেলেনি।

[৩] এর আগে গতকাল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

[৪] নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে শনিবার সকালে সর্বনিম্ম তাপমাত্রা ছিলো ৮ডিগ্রি সেলসিয়াস। যা অনুমান করা হচ্ছে সারা দেশের মধ্যে সর্বনিম্ন।

[৫] মাত্র এক দিনের ব্যবধানে তাপমাত্রা আরও কমে যাওয়ায় বেশ শীত অনুভূত হচ্ছে। সরকারিভাবে গতকাল থেকেই জেলার এগারোটি উপজেলায় শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে।

[৬] জেলা প্রশাসক হারুন-অর-রশীদ বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শীতার্ত মানুষের জন্য এ পর্যন্ত ২০ হাজার ৭০০ কম্বল ও নগদ ২৪ লাখ টাকা আর্থিক সহযোগিতা পাওয়া গেছে। এগুলো জেলার এগারো উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে।

[৭] নওগাঁর বদলগাছী কৃৃষি আবহাওয়া পর্যবেক্ষনাগাঢ়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানূর রহমান বলেন, তাপমাত্রা এক দিনের ব্যবধানে ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ায় বেশি শীত অনুভূত হচ্ছে।

[৮] গত কয়েকদিন হালকা কুয়াশা থাকলেও গতকাল শুক্রবার বিকেল থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে নওগাঁ। দিনের বেলাতেও যানবাহনগুলো লাইট জ্বালিয়ে চলাচল করছে। তবে ঘন কুয়াশা থাকলেও শীতের তীব্রতা অনেকটাই কম। হঠাৎ করেই শীতের তীব্রতার কারণে চরম বিপাকে পড়েছে খেটে-খাওয়া দিনমজুর শ্রেণির মানুষরা। তবুও বাধ্য হয়েই মাঠে-ঘাটে কাজ করছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়