শিরোনাম
◈ বিএনপি নেতা ফয়জুল করিমের আওয়ামী লীগে যোগদান: বললেন, ‘শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক’ (ভিডিও) ◈ আরও আগে অভিষেক হলে শচীন টেন্ডুলকার‌কে টপকে যেতাম : মাইক হা‌সি ◈ বাংলাদেশের ব্যাংক খাতে প্রতিদিন ৪০০-এর বেশি সাইবার হামলা, অর্ধেক আসছে চীন–উত্তর কোরিয়া–রাশিয়া থেকে ◈ দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতারণা চক্রে স্টারলিংক নতুন অস্ত্র, সাইবার নিরাপত্তায় উদ্বেগ বাংলাদেশে ◈ আরও ৯ জনের শরীরে রংপুরে অ্যানথ্রাক্স-সাদৃশ্য উপসর্গ ◈ নির্বাচনের আগে প্রশাসনের রদবদল নিজেই তদারকি করবেন প্রধান উপদেষ্টা: এনসিপি ও জামায়াতকে আশ্বাস ◈ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সালিশে সমাধানের বদলে দফায় দফায় সংঘর্ষ, রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া ◈ সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে অ্যামনেস্টির বিশেষ অনুরোধ ◈ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসন পুনর্গঠন: ডিসেম্বরেই হতে পারে ডিসি সম্মেলন ◈ দেশের বাজারে একলাফে সোনার দাম ভরিতে কমলো ৮ হাজার ৩৮৬ টাকা

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৩:৪৬ রাত
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭৫ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, গ্রেপ্তার ৬

সুজন কৈরী : রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের ৬ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গ্রেপ্তাকৃতরা হলেন- মাসুদ রানা (২৪), ছফির উদ্দিন শানু (৫০), তমজিদুল ইসলাম ওরফে মনির (৩৪), আলমগীর হোসেন (২৬), ফিরোজা বেগম (৫৭) ও আসমা বেগম (৪২)।

শুক্রবার র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, বৃহস্পতিবার দক্ষিণখানের ৫০ নম্বর ওয়ার্ড গুলবার মুন্সি স্মরণী রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৮ দশমিক ৯৬ কেজি (জারসহ) সাপের বিষ, একটি পুস্তিকা, একটি ডিভিডি, ৫টি মোবাইল ফোনসেট ও একট্ িব্যাগ জব্দ করা হয়েছে। ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ মেইড ইন ফ্রান্স লেখা ৬টি কাঁচের জারে রাখা ছিল।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তারের সময় চক্রের সদস্যরা প্রথমে সাপের বিষ থাকার বিষয়ে অস্বীকার করেন। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগের ভেতরে তল্লাশি করে কাচের জারে রক্ষিত অবস্থায় সাপের বিষ পাওয়া যায়।

গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছেন, একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে সাপের বিষ ব্যাপক চাহিদা থাকায় অধিক মুনাফার লোভে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাপের বিষ সংগ্রহ করে চোরাচালান করছিলেন তারা। গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সদস্য। এছাড়াও তাদের কাছ থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে র‌্যাব। যা যাচাই-বাছাই করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়