লাইজুল ইসলাম/জেরিন আহমেদ: [২] স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৬ জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৩৯৮ জনে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫০৭২৬৫ জনে।
[৩] গত ২৪ ঘণ্টায় ১৬৩টি ল্যাবরেটরিতে ১৩৫১০টি নমুনা সংগ্রহ ও ১৩৬৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল সরকারি ব্যবস্থাপনায় ২৫০২৩৬৬ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৪৬৯৮২টি। মোট সুস্থ হয়েছেন ৪৪৮৮০৩ জন।
[৪] নমুনা পরীক্ষার হার ৮ দশমিক শূন্য ৪৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ১১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৪৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
[৫] মৃতদের মধ্যে পুরুষ ৫৬৩৬ জন (৭৬ দশমিক ১৮ শতাংশ) ও নারী ১৭৬২ জন (২৩ দশমিক শূন্য ৮২ শতাংশ)। দশোর্ধ্ব এক, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১০ জন রয়েছেন।
[৬] বিভাগীয় হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত ৩০ জনের মধ্যে- ঢাকায় ১২ জন, চট্টগ্রামে ৩ জন, খুলনায় দুইজন, বরিশালে দুইজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।