শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৮:১৪ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি- টেন ক্রিকেটে বাংলাদেশের কে কোন দলে সুযোগ পেলেন

স্পোর্ট ডেস্ক : [২] সংযুক্ত আরব আমিরাতে টি- টেন লিগের চতুর্থ আসর আগামী ২৮ জানুয়ারি শুরু হচ্ছে। টুর্নামেন্ট শুরুর আগে বুধবার (২৩ ডিসেম্বর) প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। যেখানে দল পেয়েছেন বাংলাদেশের ৫ ক্রিকেটার। তারা হলেন, আফিফ হোসেন ধ্রুব, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ।

[৩] টি-টেন লিগের এবারের আসরে বাংলাদেশ থেকে সবার আগে দল পায় অলরাউন্ডার মোসাদ্দেক। তাকে দলে নিয়েছে টুর্নামেন্টির বর্তমান চ্যাম্পিয়ন মারাঠা অ্যারাবিয়ান্স। তাকে দলে নেয়ার পর টাইগার পেসার তাসকিনকেও দলে নিয়েছে তারা। দলটির আইকন ক্রিকেটার হিসেবে আছেন শোয়েব মালিক। তারা নিজেদের প্রথম ডাকে পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে নিয়েছে। এছাড়া দলটিতে খেলবেন অভিজ্ঞ লরি ইভান্সও।

[৪] এছাড়া ড্রাফট থেকে বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেনকে দলে ভিড়িয়েছে পুনে ডেভিলস। নাসিরকে ‘সি’ ক্যাটাগরি থেকে দলে নিয়েছেন ভারতীয় মালিকানাধীন দলটি। দলটির আইকন ক্রিকেটার হিসেবে আছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা। এর আগে বাংলাদেশের উদীয়মান অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবকে দলে নিয়েছে বাংলা টাইগার্স। দলটিতে আফিফ ছাড়াও আছেন আন্দ্রে ফ্লেচার, কায়েস আহমেদ, চিরাগ সুরি, জনসন চার্লসসহ আরও অনেকে। দলটির আইকন ক্রিকেটার হিসেবে আছেন লঙ্কান পেসার ইসুরু উদানা।

[৫] বাংলাদেশের মালিকানাধীন দলটিতে আছেন বাংলাদেশের আরও এক ক্রিকেটার। অলরাউন্ডার শেখ মেহেদিকে দলে নেয় তারা। সম্প্রতি দারুণ ফর্মে আছেন এই ক্রিকেটার। বোলিংয়ের পাশাপাশি শেষ দিকে ব্যাট করতে নেমে ঝড়ো ইনিংস খেলার সামর্থ্য আছে তার। এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট শেষে নিজেদের পছন্দ মতো দল সাজিয়েছে এবারের আসরে অংশ নিতে যাওয়া আট ফ্র্যাঞ্চাইজি। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়