শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিএমপি(উত্তর) বিভাগের পুলিশদের ব্যাতিক্রমী আয়োজন, সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নপূরণ

রাজু চৌধুরী : সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের ইচ্ছার বান্তবায়নে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উদ্যোগে আয়োজন করা হয়েছে "Shop with Cop' - খুশির ঝুড়ি হাতে, চলি পুলিশের সাথে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিছুটা প্রত্যাশা পূরণ করা।

বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার) এর সার্বিক ব্যবস্থাপনায় নগরীর গোলপাহাড় মোড়ে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। উত্তর বিভাগে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যগণ নিজ বেতন হতে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে সুবিধাবঞ্চিত এসকল শিশুদের অপূর্ণ ইচ্ছা বাস্তবায়নে সহায়তা করছে। এছাড়াও এই উদ্যোগে সহযোগী হিসেবে আছে সুপার শপ স্বপ্ন, স্বনামধন্য রেস্টুরেন্ট বারকোড এবং সেবাধর্মী প্রতিষ্ঠান যাত্রী ছাউনী।

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটাতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম। অনুষ্ঠানে উপস্থিত ছিল নগরীর ইলমুল কোরান একাডেমি, প্রবর্তক সংঘ অনাথ আশ্রম, টাইগার পাস বসতি, বকুল তলা বসতিতে বসবাস করা ৬০ জন শিশু। পুলিশ কমিশনার এর হাত ধরে এই সুবিধাবঞ্চিত শিশুরা গোল পাহাড় মোড়ে অবস্থিত স্বপ্ন সুপার শপে প্রবেশ করে এবং তাদের পছন্দের জিনিস সমূহ ক্রয় করে নিজ নিজ বাসায় ফিরে যায়।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস এম মোস্তাক আহমদ খান, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, অবহেলিত পিতৃ-মাতৃহীন শিশুরা জীবনের নানা অপূর্ণতার মধ্য দিয়ে বেড়ে ওঠে। তাদেরও ইচ্ছা হয় আপনার বা আমাদের সন্তানদের মতো বাবা মায়ের হাত ধরে সুপারশপে প্রবেশ করে পছন্দের জিনিস কিনতে। কিন্তু বাস্তবতার কষাঘাতে পিতা-মাতার অনুপস্থিতিতে দারিদ্র্যের ছোবলে এমন ইচ্ছা কল্পনাতেই সীমাবদ্ধ রয়ে যায়। সম্পাদনা: আখিরুজ্জামান সোহান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়