শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ১০:৫৯ দুপুর
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের পরামর্শক নিয়োগসহ পাঁচ প্রস্তাব অনুমোদন

সোহেল রহমান : [২] ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়নে দুই ক্যাটাগরিতে পরামর্শক নিয়োগসহ পাঁচটি প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’। এতে মোট ব্যয় হবে প্রায় ৪৩৮ কোটি ৯৭ লাখ টাকা। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানরত অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভার্চুয়াল এ বৈঠকে সভাপতিত্ব করেন।

[৩] বৈঠক শেষে এক ভার্চুয়াল ব্রিফিং-এ অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, বৈঠকে স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা ওয়াসার ‘সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প (ফেজ-৩)’ বাস্তবায়নে দুটি পৃথক ক্যাটাগরিতে পরামর্শক নিয়োগের পৃথক দুটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে ‘সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প (ফেজ-৩)’-এর কম্পোনেন্ট-২ বাস্তবায়নে ‘ডিজাইন অ্যান্ড সুপারভিশন কনসালটেন্ট’ নিয়োগে চুক্তি সইয়ের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। যৌথভাবে পাঁচটি প্রতিষ্ঠান এ কাজটি পেয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে ডেনমার্কের ‘র‌্যাম্বল এ/এস’, ফ্রান্সের ‘এগিস ইএইউ’ এবং দেশীয় প্রতিষ্ঠান ‘বিইটিএস কনসালটিং সার্ভিসেস লিমিটেড’, ‘ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং’ ও ‘দেব কনসালটেন্ট লিমিটেড’। এতে ব্যয় হবে ১০২ কোটি ৬৫ লাখ টাকা।

[৪] ঢাকা ওয়াসার একই প্রকল্পের অর্থাৎ ‘সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প (ফেজ-৩)’-এর কম্পোনেন্ট-১ ও ৩ বাস্তবায়নে ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্ট’ নিয়োগে চুক্তি সইয়ের পৃথক আরেকটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। যৌথভাবে পাঁচটি প্রতিষ্ঠান এ কাজটি পেয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে ফ্রান্সের ‘এগিস ইএইউ’, ডেনমার্কের ‘র‌্যাম্বল এ/এস’ এবং দেশীয় প্রতিষ্ঠান ‘বিইটিএস কনসালটিং সার্ভিসেস লিমিটেড’, ‘ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং’ ও ‘দেব কনসালটেন্ট লিমিটেড’। এতে ব্যয় হবে ১৫৯ কোটি ৪৫ লাখ টাকা।

[৫] অর্থমন্ত্রী জানান, বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ‘বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন’ (বিসিআইসি) কর্তৃক ‘কাফকো’ থেকে ৫০ হাজার মেট্রিক টন গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১০৯ কোটি ৭৪ লাখ টাকা।

[৬] তিনি জানান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীণ গণপূর্ত অধিদপ্তর কর্তৃক ‘বাংলাদেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের জন্য ৯টি আবাসিক টাওয়ার ভবন নির্মাণ’ প্রকল্পের আওতায় কুমিল্লা পুলিশ লাইন্স এলাকায় ১৫তলা বিশিষ্ট একটি আবাসিক ভবন নির্মাণ কাজের ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে। যৌথভাবে ভবনটি নির্মাণ করবে ‘ডিইউ-এসটিআই-টেক’। এতে ব্যয় হবে ৬৬ কোটি ৪৫ লাখ টাকা।

[৭] অর্থমন্ত্রী জানান, এছাড়া বৈঠকে আগামী ২০২১ সালের শিক্ষাবর্ষে মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), ইবতেদায়ি, দাখিল, এসএসসি ও দাখিল ভোকেশনাল ও কারিগরি (ট্রেড বই) স্তরের বিনামূল্যের ৩ লাখ ২৮ হাজার ৮১৭টি অতিরিক্ত পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৬ লাখ ২৯ হাজার টাকা।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়