শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে এক জনের মৃত্যু

সুস্থির সরকার: [২] নেত্রকোণায় আবারও রেলে কাটা পড়ে মোখলেছুর রহমান তালুকদার (৬০) নামে একজন মারা গেছেন। নিহত মোখলেছুর রহমান তালুকদার সাতপাই রেলক্রসিং এলাকার তালুকদার বাড়ির মৃত আব্দুল মজিদ তালুকদারের বড় ছেলে এবং তিনি বাক প্রতিবন্ধী বোবা ও শ্রবণহীন) ছিলেন বলে জানা গেছে।

[৩] মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে পৌর শহরের সাতপাই রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৪] মোহনগঞ্জ রেল স্টেশন ফাঁড়ির ইনচার্জ সমর বড়ূয়া রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে নেত্রকোণা রেল স্টেশন থেকে ২৬৩ নং আপ লোকাল ট্রেন ময়মনসিংহ দিকে ছেড়ে যায়। ট্রেনটি সাতপাই রেলক্রসিং অতিক্রম করলে বাক প্রতিবন্ধী মোখলেছুর রহমান রেললাইন পাড় হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়েন।

[৫] খবর পেয়ে মোহনগঞ্জ রেল স্টেশন ফাঁড়ির ইনচার্জ সমর বড়ূয়া রাত সাড়ে ১০ টার দিকে দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌঁছেন। তিনি বলেন, মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়