শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৬:১৭ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরায়েলে দুই বছরের মধ্যে চতুর্থবারের মতো জাতীয় নির্বাচন

লিহান লিমা: [২] ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সরকার বুধবার দেশটির পার্লামেন্টে বাজেট বিল পাশ করতে ব্যর্থ হওয়ার পর আগামী মার্চে মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দেয়া হয়। রাষ্ট্রীয় অর্থে ব্যক্তিগত বিলাসবহুল জীবন-যাপন, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ সহ মহামারী মোকাবেলার গৃহীত পদক্ষেপ নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলিদের ক্ষোভ বাড়ছে। আল জাজিরা

[৩]২০১৯ সালের এপ্রিলের অমীমাংসিত মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে পর নেতানিয়াহু ্ও তার সাবেক নির্বাচনি প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী বেনি গানতেজ ঐক্যবদ্ধভাবে মে’ মাসে সরকার গঠন করেন। তবে পারস্পরিক অনাস্থা ও দোষারোপের প্রেক্ষিতে কয়েক সপ্তাহের মধ্যেই এই জোট ভেঙ্গে যায়। তিন বছরের জোট চুক্তিতে বলা হয়েছিলো, নেতানিয়াহু পরবর্তী ১৮ মাস প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন, ২০২১ সালের নভেম্বরে এই দায়িত্ব গানতেজকে হস্তান্তর করবেন। সম্প্রতি নেতানিয়াহু সরকার বাজেট বিল পাশ করার সময় গানতেজ দাবী করেছিলেন বাজেটে ২০২০ এবং ২০২১ সালের অর্থবছর সম্পৃক্ত থাকবে। কিন্তু নেতানিয়াহু ২০২১ সালের জন্য বাজেট পরিকল্পনা করতে অস্বীকৃতি জানান।

[৪] রাজনৈতিক বিশ্লেষণী সংস্থা ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউট (আইডিআই) এর প্রধান ইয়োহানান প্লেসনার বলেন, ‘আইন ও রাজনৈতিক চুক্তি মেনে বাজেট পাশ করতে নেতানিয়াহুর অস্বীকৃতিই এই মধ্যবর্তী নির্বাচন ডেকে এনেছে।’

[৫]টিভিতে দেয়া ভাষণে নেতানিয়াহু বলেন, ‘যদি আমাদের ওপর নির্বাচন চাপিয়ে দেয়া হয়। তবে আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমরাই জিতবো।’ এদিকে গানতেজ বলেন, ‘আমি নেতানিয়াহুকে বিশ্বাস করি না। তবে মহামারীর এই সময় সংক্রমণ এড়াতে চতুর্থবারে মতো জাতীয় নির্বাচন চাই না। কিন্তু নেতানিয়াহু আমাদের নির্বাচনের দিকে নিয়ে গিয়েছেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়