শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৬:৫৮ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে কোটি মাদক বড়িসহ আটক ১৬

ফরহাদ বিন নূর: সৌদি আরবে ১৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি গেজেটের এক প্রতিবেদন থেকে জানা যায়, রিয়াদ ও জেদ্দায় মাদক বিক্রি করতেন তারা।

সূত্র মতে,  সৌদি আরবের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক কারবারিদের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে এক কোটি ৮৯ লাখ ৩৩ হাজার আটশ ২৩টি এমফিটামিন ট্যাবলেট জব্দ করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মুখপাত্র ক্যাপ্টেন মুহাম্মদ আল নাজিদি বলেন, আটকদের মধ্যে ১০ জন সৌদি আরবের নাগরিক এবং ছয়জন বিদেশি। মাদককারবারিদের ওপর নজর রেখে তাদেরকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক করা গেছে।

তিনি জনান, রিয়াদ শহরের একটি ভবনে পাঁচজন মিলে মাদক সেবন করছিল। তাদেরকে ঘিরে ধরে তল্লাশি চালিয়ে ৯৮ লাখ ৭৮ হাজার পাঁচশ এমফিটামিন ট্যাবলেট জব্দ করা হয়।

জেদ্দায় অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৫৮ লাখ ২৭ হাজার এমফিটামিন ট্যাবলেট পাওয়া যায়, বলেন আল নাজিদি আরো।

অন্য এক অভিযানে বিদেশি এক নাগরিকের কাছে ৩২ লাখ ২৮ হাজার তিনশ ২৩টি এমফিটামিন ট্যাবলেট পাওয়া যায়। তাকে সীমান্ত দিয়ে আল-হাদিথা এলাকায় আটক করা হয়।

সূত্র: সৌদি গেজেট

  • সর্বশেষ
  • জনপ্রিয়