সুইটি আক্তার: [২] সোমবার যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জর্জিয়ার ডেমোক্রেটিক পার্টির দুই সিনেটর পদপ্রার্থী রেভারেন্ড রাফায়েল ওয়ারনক এবং জন ওসফ পক্ষে প্রচারণা চালাতে রাজ্যটিতে যান। আলজাজিরা
[৩] রাজ্যটিতে সফর করেছেন ডোনাল্ড ট্রাম্প কন্যা ইভাঙ্কাও। তিনি এক জনসভায় দাবি করেন, বর্তমান দুই রিপাবলিকান সিনেটর যদি আবারও নির্বাচিত হতে ব্যর্থ হন, তার বাবার সব অর্জন ধূলায় মিশে যাবে।
[৪ ] উপস্থিত জনতার উদ্দেশ্যে কমলা বলেন, ‘জানুয়ারির ৫ তারিখের আগে কোনো কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। দুই ডেমোক্রেট সিনেটর ভবিষ্যত প্রেসিডেন্ট জো বাইডেনের নীতি অনুসরণ করে স্কুল ও নিম্ন আয়ের অঞ্চলগুলোতে বরাদ্দ বৃদ্ধি, প্রথমবার হোম লোন নিলে ১৫,০০০ মার্কিন ডলার পর্যন্ত লোন সুবিধার প্রতিশ্রুতি ইত্যাদি বিষয়কে তাদের পক্ষের প্রচারণায় কাজে লাগাতে পারে। যেকোনো মূল্যে জন এবং রাফায়েলকে আমরা জর্জিয়ার সিনেটর হিসাবে দেখতে চাই। ’
[৫] ওসফ বলেন, রিপাবলিকান সিনেটরেরা সিনেটকে নিয়ন্ত্রনের মাধ্যমে বাইডেন প্রশাসনের কাজে বাধা দিতে পারে। কারণ নূন্যতম মজুরি, স্বাস্থ্যখাতের অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়নে অতিরিক্ত ব্যয় এসব বিষয় নিয়ে রিপাবলিকানদের এখন কোনঠাসা অবস্থা। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল