শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২০, ০৯:৫৬ সকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিয়েস্তা ও সিয়েস্তার দেশ স্পেনে আনন্দ নেই ,মলিন আমেজে

বকুল খান, স্পেন: ফিয়েস্তা আর۔۔সিয়েস্তার (স্পেনিশ প্রচলিত ভাষায় ফিয়েস্তা হলো উৎসব,আর۔۔ সিয়েস্তা হলো দুপুরের ঘুম ) দেশ স্পেন। সারা বছরে আনন্দ উৎসব মুখরিত থাকা ফুটবলের এই দেশে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাসকে ঘিরে নতুন বর্ণিল সাজে সজ্জিত স্পেন। করোনা মহামারীর কারণে আনন্দের সেই জৌলুস উৎসবি আমেজ নেই। শুরু হয়েছে গত( ২১ ডিসেম্বর ) থেকে স্পেনে শীতকাল। শীতকালে স্থায়িত্ব হবে ২০ মার্চ পর্যন্ত। পার্শ্ববর্তী দেশ জার্মানি ও ইংল্যান্ডের করোনার তাণ্ডবের ঢেউ লেগেছে স্পেনে। সবার মাঝে অজানা এক আতঙ্ক ঘিরে রেখেছে। কখন আবারও কোভিড-১৯ তীব্রভাবে সংক্রমিত হয় স্পেন |তবে জানুয়ারি থেকে করোনার আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন স্পেনিশ বিশেষজ্ঞরা।

এদিকে সরকারি প্রণোদনার মেয়াদ শেষ হবে জানুয়ারি ৩১ তারিখে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্র বন্ধ রয়েছে, জানুয়ারি পরে খুললে চাকরি হারাতে পারেন অনেকে। এতে করে নতুন অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে |

প্রতি বছরের মতো এবারও ক্রিসমাসের কেনাকাটা সীমিত হয়েছে। সংকোচিত করছেন উৎসব আনন্দের অনুষ্ঠান পর্ব |
ইউরোপের রোদ্রউজ্জল, সুন্দর, স্বাস্থ্যসম্মত আবহাওয়া এবং সর্বোপরি জীবন ব্যবস্থা সুলভ মূল্যে থাকায়, প্রতিবছর রেকর্ড সংখ্যক পর্যটক এখানে আসেন। এবছর করোনা ভাইরাসের কারণে শূন্য কোঠায় |

প্রায় ৯ লাখ ৫০ হাজার মানুষের আয়ের উৎস থেমে গেছে। ৩০ লাখ কর্মজীবী মানুষ রাষ্ট্রের অনুদান ERT এর ওপর নির্ভর হয়ে পড়েছেন। মহামারি কাটলেও প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে এদের অনেকে চাকরি হারিয়েছেন অনেকে | আশঙ্কা করা হচ্ছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে।

গত দুই মাসে স্পেনের জিডিপি কমেছে ৫ দশমিক ২ শতাংশ। স্পেনের ইতিহাসে গত ১ শতাব্দীতে এই হারে জিডিপির পতন ঘটেনি। স্পেনের কেন্দ্রীয় ব্যাংক এই পতনের হার ভয়াবহ হয়ে ১৩ দশমিক ৬ শতাংশ পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা করছে।
সারা স্পেন জুড়ে ২৫ অক্টোবর, রবিবার রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে ,আগামী বছর মে পর্যন্ত। তার মানে, রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত কোন সুনির্দিষ্ট কারণ ও তার প্রমাণ ছাড়া বাইরে থাকলে পুলিশ তার উপর জরুরি আইন প্রয়োগ করবে। এ ক্ষেত্রে জরিমানা ৩০০ ইউরো থেকে ৬ হাজার ইউরো পর্যন্ত হতে পারে।

উদ্বেগ-উৎকণ্ঠায় থাকায় স্প্যানিশ রা ব্যয় কমিয়ে সঞ্চয়ী হয়েছে্ন | উদ্ভূত নতুন কোন পরিস্থিতির জন্য। এবারের বড়দিন, নতুন বছর উদযাপনে দিনগুলো মলিন হলেও সান্তনা এবছর শুধু বেঁচে থাকা, টিকে থাকার ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়