শিরোনাম
◈ বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ গাঁজা সেবনের পর ভয়াবহ স্মৃতি মনে পড়ে মালালার ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ দ‌লের কা‌ছে নয়, রিশা‌দের কা‌ছে হে‌রে গেলো ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি ◈ চট্টগ্রামে আটটি ফ্লাইটের জরুরি অবতরণ, কুয়েতের ফ্লাইট বাতিল ◈ শাহজালালে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল ◈ আগুন লাগার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ: সারজিস ◈ যেখান থেকে শাহজালাল বিমানবন্দর কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২০, ০২:৩১ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাইয়ে ৬ ইটভাটা ও ২টি ব্যাটারি কারখানাকে ৪০ লাখ টাকা জরিমানা

মোঃ রাসেল হোসেন: [২] ঢাকার ধামরাইয়ে পরিবেশ দূষণের অভিযোগ এনে ৬টি অবৈধ ইটভাটা ও ২ টি ব্যাটারি কারখানাকে ৪০ লক্ষ্য টাকা জারিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমান ভ্রাম্যমান আদালত।

[৩] সোমবার(২১ ডিসেম্বর) দিনভর ধামরাই উপজেলার সোমভাগ ও কুল্লা ইউনিয়নে ইটভাটা ও ব্যাটারি কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্র্যাট কাজী তামজীদ আহমেদ।

[৪] অভিযানে ঢাকা জেলার পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মোঃ রাজীব, পরিদর্শক মোছাঃ জেসমিন আক্তার, পরিদর্শক ফাতেমাতুজ জহুরা, র‌্যাব-৪, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৫] এসময় ধামরাইয়ের জয়পুরা এলাকার মেসার্স বাংলা ব্রিকস,কাজলী ব্রিকস, ইউবিসি ব্রিকস, নির্মান ব্রিকস, সুপার ব্রিকস-২ ও এমবিসি ব্রিকস সহ মোট ৬ টি ভাটাকে ৬ লক্ষ্য করে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে ভাটাগুলোর কিছু অংশ ভেঙে দেওয়া হয়।

[৭] ঐসময় কেলিয়া এলাকার আরও দুটি ব্যাটারী পুড়িয়ে সীসা তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় এই দুই কারখানাকে দুই লাখ করে ৪ লাখ জরিমানা করা হয়। ব্যাটারী কারখানা দুটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

[৮] সর্বমোট ৬ টি ইটভাটা ও ২ ব্যাটারি কারখানা ৪০ লক্ষ টাকা জরিমানা করা হয়।

[৯] অভিযানে ঢাকা জেলার পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মোঃ রাজীব বলেন, আজ ছয়টি ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এসময় এসব ইটভাটা যাতে চালাতে না পারে সে জন্য ভাটা গুলোর মূল অংশ ভেঙ্গে দেয়া হয়েছে। আগমিতেও অবৈধ ইটভাটা বন্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

[১০] তবে ধামরাইয়ে অবৈধ ইটভাটার সংখ্যা প্রায় ২ শতাধিক। সে গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ব্যাপারে তিনি বলেন, একদিনে ব্যবস্থা নেয়া অসম্ভব। তাই ডে বাই ডে আমরা সব গুলো অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়