নূর মোহাম্মদ: [২] হাইকোর্টে ২২ আসামির বিচারিক আদালতের পরিবর্তন চেয়ে করা আবেদনের বিষয়ে গত সপ্তাহে শুনানির জন্য আসলে রাষ্ট্রপক্ষ থেকে সময় চাওয়া হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ মাহমুদ বাশার বলেন, এটি গুরুত্বপূর্ণ মামলা। তাই অ্যাটর্নি জেনারেল শুনানি করবেন। তিনি বলেন, সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নুর উদ্দিনের বেঞ্চে শুনানির জন্য রাখা হয়েছে।
[৩] এর আগে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে সাক্ষীকে জেরা না করে এজলাস ত্যাগ করেন আসামিপক্ষের আইনজীবীরা। ৩ ডিসেম্বর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে একটি আবেদন করেন আসামিদের আইনজীবীরা। আবেদনে তারা বলেন, এ আদালতে ‘ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা তৈরি হওয়ায়’ অন্য কোনো আদালতে মামলা স্থানান্তরের জন্য হাইকোর্টে আবেদন করা হবে।