শিরোনাম
◈ ওসমান হাদির মৃত্যুতে আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক ◈ ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে যেভাবে জরুরি হয়ে উঠেছিলেন ◈ সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ও মেয়রের বাড়িতে আগুন ◈ হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহ মোড়ের ইঙ্গিত: আলজাজিরার বিশ্লেষণ ◈ পা‌কিস্তা‌নের কা‌ছে পরা‌জিত হ‌য়ে যুব এ‌শিয়া কা‌পের সেমিফাইনাল থে‌কে বাংলাদেশের বিদায় ◈ বাংলাদেশ ইস্যুতে সংলাপ বজায় রাখার সুপারিশ, হাসিনার রাজনৈতিক ভূমিকা নয়: ভারত ◈ শহীদ ওসমান হাদির জানাজাকে ঘিরে ৭ নির্দেশনা ডিএমপির ◈ গভীর রাতে নদী ও ইটভাটায় চলে প্রশিক্ষণ, চার বিভাগে সক্রিয় শুটার নেটওয়ার্ক ◈ হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত, ঢাকায় বিজিবি মোতায়েন, বিদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা ◈ সুদানে ড্রোন হামলায় শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২০, ১২:৪১ দুপুর
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২০, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরযাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ ৭

অহিদ মুকুল: [২] নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে নলেরচর থেকে ভোলার মনপুরা যাওয়ার পথে গত মঙ্গলবার বিকেলে ঢালচর এলাকায় বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আরো এক শিশুর লাশ উদ্ধার হয়েছে।

[৩] শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকালে হাতিয়ার টাংকিরচর সংলগ্ন মেঘনা নদী থেকে মো. হাছান (৭) এর লাশ কোস্টগার্ড দক্ষিণ জোনের (ভোলা) ডুবুরি দল, কোস্টগার্ড স্টেশন হাতিয়া এবং স্টেশন রামগতির চলমান সার্চ এন্ড রেসকিউ কার্যক্রমে লাশটি উদ্ধার করা হয়।

[৪] সার্চ এন্ড রেসকিউ দলের নেতৃত্বে থাকা হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এস.এম তাহসিন রহমান (এক্স), বিএন এ তথ্য নিশ্চিত করে জানান, ওই দুঘটনার পর থেকে এখনো নিখোঁজ রয়েছে ৭জন। তবে এখন পর্যন্ত ৩ দাপে ৮টি লাশ উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত নিখোঁজ ৭ জনের লাশ উদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

[৫] কোস্টগার্ড সুত্র জানায়, গত মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নববধু, নারী ও শিশুসহ ৭ জনের লাশ উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলো ৮জন। ওই ৮জনের মধ্যে আজ মো. হাছানের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজরা হলেন, জাকিয়া বেগম (৫৫) , নার্গিস বেগম (৪), হালিমা (৪), লামিয়া (৩), নিহা (১), আমির হোসেন ও আলিফ (১)।

[৬] স্থানীয়দের ভাষ্যমতে, হাতিয়ার নলের চরে বিয়ে অনুষ্ঠান শেষে নববধু নিয়ে বরসহ ট্রলার যোগে ভোলার মনপুরা যাওয়ার পথে ট্রলারটি ঢালচর এসে পৌছঁলে মেঘনা নদীর তীব্র স্রোতের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়।

[৭] নিহতরা হলেন, হাতিয়ার চানন্দী ইউনিয়নের থানার হাট এলাকার ইব্রাহীম সওদাগরের মেয়ে নববধু তাছলিমা (২০), হরণী ইউনিয়নের মোহম্মদপুর গ্রামের আক্তার হোসেনের মেয়ে আসমা বেগম (১৯), সদর উপজেলার বদরপুর গ্রামের আকবর হোসেনের মেয়ে আফরিনা আক্তার লামিয়া (৯), একই এলাকার আলমগীর হোসেনের মেয়ে লিলি আক্তার( ৮), নলেরচরের কালাদুর গ্রামের ফয়জ্জুল্লার মেয়ে হোসনে আরা বেগম (৫), চানন্দী ইউনিয়নের পূর্ব আজিম নগর গ্রামের আলা উদ্দিনের স্ত্রী রাহেনা বেগম (৩০), একই এলাকার খোরশেদ আলমের স্ত্রী নুরজাহান (৬৫), চানন্দী ইউনিয়নের আব্দুল কাদেরের ছেলে মো. হাছান (৭)।

[৮] নিহত নববধুর পিতা ইব্রাহীম সওদাগর জানায়, হাতিয়ার ঢালচরে ট্রলারডুবির ওই ঘটনা ঘটলে প্রবল স্রোতে ৫টি লাশ ভেসে যায় লক্ষ্মীপুর জেলার রামগতিতে। জেলেরা নদীতে ভাসমান লাশগুলো ভাসতে দেখে তাদের উদ্ধার করে টাংকির ঘাটে নিয়ে আসে।

[৯] পরে তারা রামগতি থানা পুলিশকে খবর দেয়। অপরদিকে ২টি লাশ পাওয়া যায় চানন্দি ঘাটে। ট্রলারটি ডুবে যাওয়ার পরে অনেকে সাঁতার কেটে ও অন্য ট্রলারের সহযোগীতায় তীরে উঠতে সক্ষম হলেও শিশুসহ ৮জন নিখোঁজ রয়েছে। তিনি আরো জানান, তার মেয়ে তাছলিমার সাথে হাতিয়ার ঢালচরের বেলাল মেস্তুরীর ছেলে ফরিদ উদ্দিনের বিবাহ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়