শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২০, ০৮:৩০ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২০, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাকির তালুকদার: হাজার বছরের বাঙ্গালির চিন্তার সবচেয়ে বিকশিত রূপ হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা

জাকির তালুকদার: মুক্তিযুদ্ধের চেতনা আকাশ থেকে পড়া কোনো জিনিস নয়। হাজার বছরের বাঙ্গালির চিন্তার সবচেয়ে বিকশিত রূপ হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। পাকিস্তানি শাসনের ২৩ বছরে পুরোপুরি মূর্ত হয়েছে এই চেতনা। মিথ্যা ঠিকানায় যায়নি বাঙ্গালি। পাকবাদীরা শেখাতে চেয়েছে ‘তোমার আমার ঠিকানা মক্কা এবং মদিনা’। বাঙ্গালি পাল্টা সন্ধান করেছে ‘তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা’। এই ঠিকানা খুঁজে পাওয়ার নামই বাঙ্গালি জাতীয়তাবাদ। গণ আন্দোলনের মধ্য দিয়ে বেরিয়ে এলো স্লোগান ‘বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ বাংলার খ্রিস্টান বাংলার মুসলমান- আমরা সবাই বাঙ্গালি। এই তো ধর্মনিরপেক্ষতার মূলমন্ত্র। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করার জন্য মুক্তিযুদ্ধ হয়নি। কয়েক হাজার কোটিপতি তৈরির জন্য জীবন দেয়নি তিরিশ লক্ষ মানুষ। দুর্নীতি, দুঃশাসনের মাধ্যমে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দেশে একটা দলের চিরস্থায়ী শাসন কায়েম করার জন্য মুক্তিযুদ্ধ সংঘঠিত হয়নি। মুক্তিযুদ্ধ যেমন বাস্তব, মুক্তিযুদ্ধের চেতনাও সেই রকমই জাজ্জ্বল্যমান বাস্তবতা। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল এখন মূলত মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করার দলে পরিণত হয়েছে। শহীদের আত্মার অভিশাপ এখন বর্ষিত হচ্ছে তাদের প্রতি। পরিণাম তাদের ভোগ করতেই হবে। বাঙ্গালি জাতি একদিন সঠিক নেতৃত্বের হাতে তুলে দেবে মুক্তিযুদ্ধের পতাকা। এখনও সেই নেতৃত্ব দৃশ্যমান নয়। তবে জাতি নিজেই তৈরি করে নেবে নিজেদের নেতৃত্ব। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়