আব্দুল্লাহ যুবায়ের: [২] ২০১৩ সালে দক্ষিণ লন্ডনের লুইসিয়ামে শ্বাস কষ্টের কারণে ইলা কিসি নামের ১৩ বছর বয়সের একজন শিশুর মৃত্যু হয়েছিলো। শিশুটির মৃত্যুর কারণ নিয়ে গবেষকরা গবেষণা করছিলেন। সম্প্রতি তারা জানান যে, তীব্র বায়ূ দূষণের প্রভাবে শিশুটি মারা গিয়েছে। সিএনএন
[৩] ২০১৩ সালে ইলা কিসির প্রচন্ড শ্বাস কষ্ট শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শিশুটির মৃত্যু হলে সবাই ধারণা করেছিলো যে, হাঁপানির কারণে সে মারা গিয়েছে। সে সময় দায়িত্বরত কিছু চিকিৎসকের কাছে তার মৃত্যু রহস্যজনক মনে হলে তারা বিষয়টি নিয়ে গবেষণা শুরু করেন।
[৪] যুক্তরাজ্যের হাঁপানি বিষয়ক সংস্থাগুলো এবং ব্রিটিশ ফুসফুস ফাউন্ডেশন বলেছে যে, বায়ূ দূষণে এটি প্রথম চিহ্নিত মৃত্যু। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল