শিরোনাম
◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ ◈ টানা দুই হা‌রের পর জ‌য়ে ফির‌লো মেসির ইন্টার মায়ামি ◈ করমর্দন বিতর্কে সুনীল গাভাস্কার - ক্রীড়া এবং রাজনীতি কখনোই আলাদা ছিল না  ◈ সীমানা পুনর্নিধারণ নিয়ে চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ আইসিসির শাস্তির ভ‌য়ে এশিয়া কাপ বয়কট কর‌ছে না পাকিস্তান ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ১২:২৯ দুপুর
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় পতাকা অবমাননা করায় গার্ডের জেল, ম্যানেজারসহ কর্মকতার্দের বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থার নির্দেশ

বাসাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ [২] টাঙ্গাইলের বাসাইলে মহান বিজয় দিবসে বাংলাদেশ কৃষিব্যাংক বাসাইল শাখার ঝাড়ুর দন্ডে জাতীয় পতাকা লাগানোর অপরাধে গার্ডকে দশ দিনের জেল এবং ব্যাংক ম্যানেজারসহ অন্যান্য সকল কর্মকতার্দের বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

[৩] বাসাইল উপজেলা নিবার্হী কর্মকর্তা এবং প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট শামছুন নাহার স্বপ্না বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল এবং বিভাগীয় ব্যবস্থার নির্দেশ দেন। এসময় তার সাথে বাসাইল উপজেলা সহকারী কমিশরার (ভূমি) নাহিয়ান নুরেন এবং বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

[৪] জানা যায়,বিজয় দিবস উপলক্ষে সকল প্রতিষ্ঠানের ন্যায় বাসাইল কৃষিব্যাংকেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের দলীয় কার্যক্রম পরিচালনার সময় কৃষিব্যাংকের ছাদের উপর ঝাড়ু দন্ডে জাতীয় উত্তোলনের বিষয়টি বাসাইল উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস,পৌরমেয়র ও মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নূরুল ইসলামের নজরে আসে।

[৫] এসময় বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালে উপজেলা নিবার্হী কর্মকতার্ উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গার্ড(চুক্তিভিক্তিক)মোঃ সুলতান আহমেদকে(৫৫) দশদিনের জেল,ব্যাংক ম্যানেজার মোঃ ছানোয়ার হোসেনসহ অন্য কর্মকতার্দের বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থার নির্দেশ দেন।

[৬] ব্যাংক ম্যানেজার মোঃ ছানোয়ার হোসেন দুঃখ প্রকাশ করে বলেন,আমি তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি করে পতাকা উত্তোলনের জন্য নতুন বাঁশ কিনে দিয়েছি। গার্ড ভুলকরে এমন কাজটি করে ফেলেছে।

[৭] এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন,আমরা জানতে পেরেছি মহান বিজয় দিবসে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। এঘটনায় কৃষি ব্যাংকে কর্মরত গার্ডকে আইন অনুসারে দশদিনের জেল দেয়া হয়েছে এবং কর্মরত অন্য সকল কর্মকতার্দের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যাবস্থা গ্রহনের জন্য চিঠি লেখা হবে।

[৮] বাসাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ নূরুল ইসলাম বলেন, এটি অত্যন্ত ঘৃনিত একটি কাজ হয়েছে । আমরা এমন ঘৃনিত অপরাধ মূলক কাজের যথাযথ বিচার দাবি করছি। সম্পাদনা: জেরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়