শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২০, ০৪:৪৭ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২০, ০৪:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলে আখ চাষী, শ্রমিক কর্মচারীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফিরোজ আহম্মেদ: [২] মোবারকগঞ্জ সুগার মিলস লিঃ ২০২০-২১ মাড়াই মৌসুম উপলক্ষে ১৫ ডিসেম্বর মঙ্গলবার কর্মকর্তা, আখচাষী ও শ্রমিক কর্মচারীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভার মূল আলোচনার বিষয় ছিল আগামী মাড়াই মৌসুমে পরিষ্কার পরিছন্ন, সবুজ ডগা, মাটি, শিকড়মুক্ত আখ মিলে সরবরাহ, ক্রয় ও আখ রোপন বৃদ্ধি করণ।

[৩] মঙ্গলবার দুপুরে মোবারকগঞ্জ চিনিকল স্কুল মাঠে এ সভার আয়োজন করে মোবারকগঞ্জ চিনিকল কৃষি বিভাগ। মতবিনিময় সভায় মোচিক ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল ও মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও ফেডারেশনে আইন ও দরকষাকষি সম্পাদক গোলাম রসুল ও আখচাষী কল্যান সমিতির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম। বক্তারা চিনি শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের প্রতি আহবান জানান। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার বক্তব্যে বলেন আখ চাষীরা যথাসময়ে আখের টাকা পেলে চাষীরা খুশি হবে,তারা আখচাষে উৎসাহ হবে ও শ্রমিক কর্মচারীর বেতন ভাতা সময়মত পেলে তারাও আখচাষ করতে পারবে।সেজন্য তিনি সার্ভিক চেষ্টা ও সহযোগিতা করবেন। তিনি আরো বলেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নায়নের জন্য চাষী ও শিল্পকে নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেন।

[৪] বঙ্গবন্ধুর হাতে গড়া দেশের চিনিশিল্পকে আধুনিকায়ন করতে পারলে লাভবান হবে শিল্প। সেজন্য আ.লীগ সরকার চিনিশিল্পের জন্য বিভিন্ন প্রকল্প ইতিমধ্যে দিয়েছে এবং আগামীতে আরো ডিজিটাল প্রকল্প করার চিন্তা করছে সরকার প্রধান। তিনি মোচিক কর্মকর্তা, আখচাষী ও শ্রমিক কর্মচারীদের, আহবান জানান ভাল জাতের আখচাষ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার। মতবিনিময় সভার সভাপতি মোচিক ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার কবির সমাপনী বক্তব্যে ঘোষনা দেন ২০২০-২১ মাড়াই মৌসুম আগামী ১৮ ডিসেম্বর শুক্রবার থেকে শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়