আব্দুল্লাহ যুবায়ের: [২] বলিভিয়ার রাজধানী লাপাজের নিকটবর্তী জোঙ্গো ভ্যালিতে পাওয়া এসব প্রজাতির কথা আগে জানতেন না প্রাণী বিজ্ঞানীরা। সিএনএন
[৩] আগে বিলুপ্তঘোষিত ‘শয়তান চক্ষু’ ব্যাঙটি একসময় বলিভিয়ার বিভিন্ন পাহাড়, বন ও উঁচু এলাকাগুলোতে দেখা যেত। এটি ছাড়াও আরও বেশ কিছু প্রজাতি বিলুপ্ত হওয়ায় বলিভিয়ার প্রাণীবিদরা তাদের উদ্বেগ জানিয়ে আসছিলেন। সব রকমের প্রজাতি কিভাবে রক্ষা করা যায়, সে ব্যাপারে তারা বরাবরই সোচ্চার ছিলেন। প্রানীবিদদের এমন উৎকন্ঠাময় সময়ে দেখা মিলল ব্যাঙটির।
[৪] পরিবেশ বিষয়ক ‘ট্রন্ড লারসেন’ নামের একটি অলাভজনক সঙ্গঠন বলেছে, ‘আমরা কোনদিন আশা করিনি, নতুন প্রজাতির দেখা এত দ্রুত মিলে যাবে। কিন্তু নতুন প্রজাতির দেখা পাওয়ায় আমরা অত্যন্ত আশাবাদী হয়েছি।’ সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল