শিরোনাম
◈ ট্রাম্পের নেতৃত্বে শান্তি পর্ষদ, স্বাক্ষর করলেন ২০ দেশের নেতা ◈ এক বৈঠকেই ১১ অধ্যাদেশ অনুমোদন: আইন, শিক্ষা ও অর্থনীতিতে বড় সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের ◈ তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন: তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন সামনে রেখে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান ◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০, ০১:০০ রাত
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ‘স্বাধীনতা সড়ক’ উদ্বোধন করবে বাংলাদেশ-ভারত

কূটনৈতিক প্রতিবেদক: [৩] পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোববার এ তথ্য জানিয়ে বলেছেন, ১৯৭১ সালের এপ্রিলে কুষ্টিয়ার মুজিব নগরে বাংলাদেশের যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল সেটির প্রতি সম্মান প্রদর্শনের জন্য এই সড়ক উদ্বোধন করা।

[৪] সড়কটি রাস্তাটি বাংলাদেশের মেহেরপুর এবং ভারতের নদীয়া সীমান্ত অঞ্চলে অবস্থিত। এটি ভারতের দিকে খোলা আছে কিন্তু আমাদের দিকে বন্ধ থাকায় খুলে দিতে চাই।

[৫] মোমেন বলেন, ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল বৈঠক সমুদ্র সীমা ও পানি কূটনীতিসহ একাধিক বিষয়ে দুদেশের মধ্যে চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একাধিক কুইক ইমপ্যাক্ট প্রকল্প উদ্বোধন করা হবে।

[৬] ৫৫ বছর পর হলদিয়াবাড়ি দিয়ে ভারতের সঙ্গে রেল যোগাযোগ চালু হবে। রেল হলদিয়া বাড়ি টু ভারতের চিলাহাটে চলাচল করবে।

[৭] ভারত সাহায্য না করলে ইতিহাস অন্যরকম হতো। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সোনালি অধ্যায়ে বিরাজ করছে।

[৮] এদিকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত ওয়েবিনারে যুক্ত হয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক উপভোগ করছে বাংলাদেশ।

[৯] তিনি বলেন, এ কঠিন সময়েও প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক বজায় রেখেছে। বঙ্গবন্ধুর নীতি অনুসরণ করেই শান্তিপূর্ণ উপায়ে মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা সংকট আমরা নিষ্পত্তি করতে চাই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়