শিরোনাম
◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম  ◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০, ০১:০০ রাত
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ‘স্বাধীনতা সড়ক’ উদ্বোধন করবে বাংলাদেশ-ভারত

কূটনৈতিক প্রতিবেদক: [৩] পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোববার এ তথ্য জানিয়ে বলেছেন, ১৯৭১ সালের এপ্রিলে কুষ্টিয়ার মুজিব নগরে বাংলাদেশের যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল সেটির প্রতি সম্মান প্রদর্শনের জন্য এই সড়ক উদ্বোধন করা।

[৪] সড়কটি রাস্তাটি বাংলাদেশের মেহেরপুর এবং ভারতের নদীয়া সীমান্ত অঞ্চলে অবস্থিত। এটি ভারতের দিকে খোলা আছে কিন্তু আমাদের দিকে বন্ধ থাকায় খুলে দিতে চাই।

[৫] মোমেন বলেন, ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল বৈঠক সমুদ্র সীমা ও পানি কূটনীতিসহ একাধিক বিষয়ে দুদেশের মধ্যে চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একাধিক কুইক ইমপ্যাক্ট প্রকল্প উদ্বোধন করা হবে।

[৬] ৫৫ বছর পর হলদিয়াবাড়ি দিয়ে ভারতের সঙ্গে রেল যোগাযোগ চালু হবে। রেল হলদিয়া বাড়ি টু ভারতের চিলাহাটে চলাচল করবে।

[৭] ভারত সাহায্য না করলে ইতিহাস অন্যরকম হতো। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সোনালি অধ্যায়ে বিরাজ করছে।

[৮] এদিকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত ওয়েবিনারে যুক্ত হয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক উপভোগ করছে বাংলাদেশ।

[৯] তিনি বলেন, এ কঠিন সময়েও প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক বজায় রেখেছে। বঙ্গবন্ধুর নীতি অনুসরণ করেই শান্তিপূর্ণ উপায়ে মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা সংকট আমরা নিষ্পত্তি করতে চাই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়