শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০, ০১:০০ রাত
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ‘স্বাধীনতা সড়ক’ উদ্বোধন করবে বাংলাদেশ-ভারত

কূটনৈতিক প্রতিবেদক: [৩] পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোববার এ তথ্য জানিয়ে বলেছেন, ১৯৭১ সালের এপ্রিলে কুষ্টিয়ার মুজিব নগরে বাংলাদেশের যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল সেটির প্রতি সম্মান প্রদর্শনের জন্য এই সড়ক উদ্বোধন করা।

[৪] সড়কটি রাস্তাটি বাংলাদেশের মেহেরপুর এবং ভারতের নদীয়া সীমান্ত অঞ্চলে অবস্থিত। এটি ভারতের দিকে খোলা আছে কিন্তু আমাদের দিকে বন্ধ থাকায় খুলে দিতে চাই।

[৫] মোমেন বলেন, ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল বৈঠক সমুদ্র সীমা ও পানি কূটনীতিসহ একাধিক বিষয়ে দুদেশের মধ্যে চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একাধিক কুইক ইমপ্যাক্ট প্রকল্প উদ্বোধন করা হবে।

[৬] ৫৫ বছর পর হলদিয়াবাড়ি দিয়ে ভারতের সঙ্গে রেল যোগাযোগ চালু হবে। রেল হলদিয়া বাড়ি টু ভারতের চিলাহাটে চলাচল করবে।

[৭] ভারত সাহায্য না করলে ইতিহাস অন্যরকম হতো। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সোনালি অধ্যায়ে বিরাজ করছে।

[৮] এদিকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত ওয়েবিনারে যুক্ত হয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক উপভোগ করছে বাংলাদেশ।

[৯] তিনি বলেন, এ কঠিন সময়েও প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক বজায় রেখেছে। বঙ্গবন্ধুর নীতি অনুসরণ করেই শান্তিপূর্ণ উপায়ে মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা সংকট আমরা নিষ্পত্তি করতে চাই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়