সাতক্ষীরা প্রতিনিধি: [২] রোববার সকাল ১০টায় জজাকোর্ট চত্বরের শহীদ মিনার পাদদেশে উক্ত মান্ববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
[৩] বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীন হলেও পরাজিত শক্তি এখনও সক্রিয়। তারা যে কোন মূল্যে দেশের অসাম্প্রদায়িক চেতনার উপর আঘাত হেনে গণতন্ত্র ও সংবিধানকে ক্ষতবিক্ষত করতে চায়। একটি মৌলবাদি শক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মত কাজ করে নিজেদের ক্ষমতা জাহির করতে চায়।
[৪] এরই অংশ হিসেবে তারা সম্প্রতি কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে। এটা মেনে নেওয়া হবে না। যারা এই ধৃষ্টতা দেখিয়েছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য সারাদেশের প্রতিটি জেলায় স্থাপিত করতে হবে।
[৫] মৌলবাদীরা এতে বাধা দিতে আসলে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে মর্মে হুশিয়ারি প্রদান করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাড.সাহেদুজ্জামান সাহেদ। সম্পাদনা: জেরিন আহমেদ