এএইচ রাফি: [২] 'জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান' প্রতিপাদ্যে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অপপ্রচারের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ করেছে। শনিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা শহরের ফারুকী পার্কে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কর্মকর্তা ও কর্মচারী ফোরামের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
[৩] জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ শফিউল আযম।
[৪] জেলা ও দায়রা জজ শফিউল আযম প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে এখানে এসেছি, জেলা জজ হিসেবে নয়। বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধুর কারণেই আমরা এখন সরকারি চাকরি করছি। এক সরকার আসবে আরেক সরকার যাবে। সরকারে বিষয়ে মতামত থাকতে পারে কিন্তু বঙ্গবন্ধুর বিষয়ে দ্বিমত করার সুযোগ নেই।
[৫] সমাবেশে সরকারি সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা; জেরিন আহমেদ