শরীফ শাওন: [২] অ্যারাউন্ড মি বিডি এবং ভিলেজ গ্র্যান্ডপা’স কুকিং ইউটিউব চ্যানেলের খাবার রান্না পরিদর্শনে গত বছর সেপ্টেম্বরে আমেরিকার ইউটিউব চ্যানেল ‘বেস্ট ইভার ফুড রিভিউ শো’ এর স্বত্তাধীকারি সানি দেওয়ান আসেন। তিনি মুগ্ধ হয়ে গ্রামটির এই নামকরণ করে বলে জানান ভিলেজ গ্র্যান্ডপা’স কুকিংয়ের পরিচালক দেলোয়ার হোসেন।
[৩] দেলোয়ার বলেন, ইউটিউব গ্রামের প্রায় অনেকেই পেশা পরিবর্তন করে আমাদের সঙ্গে কাজ করছে। ভাগ্নে লিটন দেওয়ানের সহযোগিতায় চলতি বছরের ৪ জুলাই ভিলেজ গ্র্যান্ডপা’স কুকিং চ্যানেলটি খোলা হয়। যেখানে গ্রামীন রান্নার ভিডিও আপলোড করা হয়। এর আগে ২০১৬ সাল থেকে অ্যারাউন্ড মি বিডি নামে একটি চ্যানেল পরিচালনা করে আসছে লিটন। সে রাজধানীর বিভিন্ন বাজার থেকে ভিডিও আপলোড করতো। চ্যানেলটিতে সপ্তাহে ১৫-২০টি ভিডিও আপলোড করা হয়, এপর্যন্ত প্রায় ৯৫০টি ভিডিও আপলোড করা হয়েছে।
[৪] ভিলেজ গ্র্যান্ডপা থেকে রান্না করা খাবার প্রতিবন্ধী এবং বৃদ্ধদের মাঝে বিতরণ করা হয়। অ্যারাউন্ড মি বিডি’র খাবার ধনী-গরিব সকলের জন্য উন্মুক্ত।