[১] শাহনাজ বেগম বেগমগঞ্জ উপজেলার চেয়ারম্যান নির্বাচিত
মাহবুবুর রহমান: [২] নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহনাজ বেগম বেরসরকারী ভাবে ১ লাখ ৫৮ হাজার ৬৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
[৩] তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মঞ্জুরুল আজিম সুমন পেয়েছে ২৩ হাজার ২৫৮ ভোট। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী জোবায়ের হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ৭৬৭ এবং জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদ মনোনীত প্রার্থী মফিজুর রহমান মশাল প্রতিকে পেয়েছেন ৭০৯ ভোট।
[৪] বৃহস্পতিবার রাত ৯ টায় শাহনাজ বেগমকে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও বেগমগঞ্জ উপজেলা পরিষদ উপনির্বাচনের রির্টানিং অফিসার মোহাম্মদ রবিউল আলম।
[৫] উল্লেখ্য, বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওমর ফারক বাদশার মৃত্যুতে পদটি শুন্য হয়। উপজেলার ১৬টি ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভার নিয়ে ১৪৬টি কেন্দ্রে মোট ভোটার ৪,১৬.২৩৪ জন।