শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২০, ১২:৩৮ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২০, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীর প্রতি রাগ দমাতে ৪৫০ কিলোমিটার হাঁটলেন ইতালীয় ব্যক্তি

সাজিয়া আক্তার : স্ত্রীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর রাগ দমাতে হাঁটতে বাইরে বেরিয়েছিলেন ইতালির এক ব্যক্তি। শেষ পর্যন্ত ৪৫০ কিলোমিটার হাঁটার পর পুলিশি বাধা থামতে হয়েছে তাকে। ৪৮ বছর বয়সী ওই ব্যক্তির নাম জানা যায়নি। আর টিভি

ওই ব্যক্তি সুইজারল্যান্ডের সঙ্গে সীমান্তবর্তী ইতালির উত্তরাঞ্চলীয় কোমো শহরের বাসিন্দা। স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর রাগ দমাতে তিনি সপ্তাহ ধরে হাঁটছিলেন খবর প্রকাশিত হয়েছে।

প্রায় ৪৫০ কিলোমিটার হাঁটার পর পুলিশি বাধায় তার এই দমানোর অভিযান শেষ হয়। ফানো শহরের পুলিশ রাত ২টার দিকে ওই ব্যক্তিকে থামায়। করোনার বিদ্যমান লকডাউন কারফিউয়ের নিয়ম ভাঙায় পুলিশ তাকে থামানোর পর এই তথ্য সামনে আসে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, পুলিশ কর্মকর্তারা ওই ব্যক্তিকে আটক করে। একটা লোক যে এতটা পথ হাঁটতে পারে সেটা তাদের বিশ্বাস হয়নি। কিন্তু পরে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে এক সপ্তাহ আগে কোমো শহরে তার স্বামী নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন ওই ব্যক্তির স্ত্রী।

শেষপর্যন্ত ওই ব্যক্তিকে নিয়ে যেতে তার স্ত্রীকে ফোন করে পুলিশ। তবে কারফিউয়ের নিয়ম ভাঙায় ৪০০ ইউরো জরিমানা করা হয়েছে ওই ব্যক্তিকে। পরে ওই ব্যক্তির স্ত্রী ফানো শহরে এসে তাকে নিয়ে যায়। এসময় হোটেলে রাত কাটানোর বিল ও পুলিশের জরিমানাও পরিশোধ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়