শিরোনাম
◈ মানুষে সংক্রমণ সক্ষম হলে করোনার চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু: বিজ্ঞানীদের সতর্কবার্তা ◈ খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল (ভিডিও) ◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৫:২৫ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাগঞ্জে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা

সোহাগ হোসেন: [২] মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মির্জাগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী।

[৩] সভায় উপজেলা সহকারী ভুমি অফিসার মোঃ রায়হান উজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আতহার উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন জুয়েল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লিজা,মহিলা ভাইস চেয়ারম্যান হাচিনা হাবিব, মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন ও দৈনিক মানবজমিন ও আমাদের সময় ডট কম এর মির্জাগঞ্জ প্রতিনিধি মো. সোহাগ হোসেন উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতিতে মহান বিজয় দিবস স্বল্পকারে সামাজিক দূরত্ব বজায় রেখে উদযাপন করা হবে।

[৪] এ উপলক্ষে আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া সরকারি- বেসরকারিসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সঠিক মাপের জাতীয় পতাকা সঠিকভাবে টাঙানোর উপর জোর দেয়া হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়