ফাহমিদা তিশা: [২] এয়ার নিউজিল্যান্ড এর প্রধান গ্রাহক এবং বিক্রয় কর্মকর্তা লিয়েন জেরাগতি বলেছেন, আওতারোয়া (মাওরি ভাষায় নিউজিল্যান্ডের নাম) বিশ্বের অষ্টম আশ্চর্য। তিনি জানান, তাদের এয়ারলাইন অভ্যন্তরীন ও আন্তর্জাতিক, দুই ধরণের ব্যবসাতেই অবস্থান পোক্ত করতে চায়। সিনহুয়া
[৩] কোভিড-১৯ এর প্রকোপে আর্ন্তজাতিক যান চলাচল বন্ধ থাকায় নিউজিল্যান্ড পর্যটন শিল্প নির্ভর অর্থনীতির উপর প্রভাব ফেলেছে।
[৪] আর্ন্তজাতিক যোগাযোগ চালু হওয়ার পর এই ভিডিওটি পর্যটকদের আকর্ষন করবে এবং তাদের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে সাহায্য করবে।
[৫] টুরিজ্যম নিউজিল্যান্ড এর বাণিজ্যিক পরিচালক বলেছেন, ‘ভিডিওটি আমাদের নিউজিল্যান্ড এর ঐতিহ্যকে ধারণ করেছে সেই সঙ্গে পর্যটকদের বিশেষ করে বিদেশিদের আশ্বস্ত করে যে, তারা যখন খুশি ‘আওতারোয়া’ পরিদর্শনে আসতে পারে। সেই সঙ্গে নিউজিল্যান্ড এর অর্থনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে উঠতেও এটি সাহায্য করবে।