শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২০, ১০:৩৭ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২০, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]দাউদকান্দিতে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

মোশায়ারা আক্তার: [২] কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকা থেকে ৩০০পিস ইয়াবা,৩টি বিদেশি বিয়ারের ক্যান ও মাদক বিক্রির নগদ ৪০হাজার টাকাসহ দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার (ইউপি সদস্য) সহ দুই জন মাদককারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

[৩] গত বুধবার (২ ডিসেম্বর ) রাতে র‌্যাব-১১-এর একটি দল অভিযান চালিয়ে উপজেলার মোটেল রোডের চেয়ারম্যান সুপার মার্কেটের অফিস কক্ষ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেপ্তারকৃতরা হলেন, দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান, চর চারুয়া গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য পারভেজ হোসেন ফারুক (৩১) ও তার সহযোগী উপজেলার উত্তর সেন্দি গ্রামের আব্দুল হক সরকারের ছেলে শামীম সরকার (৩০)।

[৫] এ সময় তাদের কাছ থেকে ৩০০পিস ইয়াবা, ৩টি বিদেশি বিয়ারের ক্যান ও নগদ ৪০হাজার টাকা উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আসামিদের বিরুদ্ধে র‌্যাব-১১ মাদক আইনে মামলা দায়ের করে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করেছে।

[৬] দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,আজ দুপুরে আসামীদের কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়