শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২০, ০৯:১৩ সকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২০, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ’লীগ নেতাকে হত্যাচেষ্টায় সাবেক স্ত্রী ও প্রেমিকের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতনকে হত্যা চেষ্টার ঘটনায় দায়ের করা মামলার তার সাবেক স্ত্রী ফারজানা হোসেন সোনিয়া ও তার পরকীয়া প্রেমিক ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ তৌফিক আহমেদকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের এক বছরের কারাদণ্ড প্রদান করেন। এসময় পাঁচশত টাকা জরিমানা অন্যথায় আরও ১৫ দিনের কারাদণ্ডেরও নির্দেশ প্রদান করা হয়।

মামলার বিবরণে জানা যায়, আবদুল হান্নান রতনকে ২০১৬ সালে পহেলা মার্চ রাত ৯টার দিকে ঢাকা গুলশান এলাকার ১২১/১২২ নাম্বার রোডের বাড়িতে তার সাবেক স্ত্রী ফারজানা হোসেন সোনিয়া ও তার পরকীয়া প্রেমিক তৌফিক আহমেদ হত্যার চেষ্টা করে। এসময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান রতন।

এই ঘটনায় রাতেই আবদুল হান্নান রতন বাদি হয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনাটি গুলশান থানা পুলিশ তদন্ত করে প্রতিবেদনের চূড়ান্ত অভিযোগ পত্র চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা মহানগর এ দাখিল করে।

মামলার আইনজীবী অ্যাড. এরফান উদ্দিন খান জানান, বৃহস্পতিবার দুপুরে এই মামলার রায় ঘোষণা করেন ঢাকা মহানগর মেট্রোপলিটন আদালত-৩২ ম্যাজিস্ট্রেট কনক বড়ুয়া। মামলার রায়ে আসামি ফারজানা হোসেন সোনিয়া ও পরকীয়া প্রেমিক সৈয়দ তৌফিক আহমেদকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।
সূত্র- যমুনা.টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়