শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২০, ১২:৫৮ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২০, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতিসংঘে আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন মাদুরো, ট্রাম্পের আরেক পরাজয়

রাশিদুল ইসলাম : [২] জাতিসংঘ শেষ পর্যন্ত ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আনুষ্ঠানিকভাবে সেদেশের বৈধ ও নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার সরকার বিরোধী নেতা জোয়ান গুয়াইদোকে সেদেশের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিলেও তা নাকচ করে দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ। স্পুটনিক/আরটিএন

[৩] এই সিদ্ধান্তকে ট্রাম্পের জন্য বড় ধরনের পরাজয় হিসেবে বর্ণনা করেছেন জাতিসংঘে নিযুক্ত ভেনিজুয়েলার প্রতিনিধি স্যামুয়েল মুনকাদা। তিনি এক টুইটার বার্তায় জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদ ২০২৫ সাল পর্যন্ত ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে মাদুরোকে স্বীকৃতি দিয়েছে।

[৪] ভেনিজুয়েলায় ২০১৮ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ২০২৫ সাল পর্যন্ত মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। জাতিসংঘে ভেনিজুয়েলার প্রতিনিধি বলেছেন, জাতিসংঘের এই সিদ্ধান্ত ট্রাম্পের নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদীদের জন্য একটি বড় পরাজয় এবং ভেনিজুয়েলার স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বড় বিজয়। ১৯৩ দেশের সংগঠন জাতিসংঘ ভেনিজুয়েলায় নির্বাচিত প্রেসিডেন্টের মোকাবেলায় অনির্বাচিত ব্যক্তিকে প্রতিনিধি হিসেবে ঘোষণার মার্কিন পদক্ষেপের বিরোধিতা করেছে।

[৫] ভেনিজুয়েলায় ২০১৮ সালের নির্বাচনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা প্রত্যাখ্যান করে সেদেশের বিরোধী নেতা গুয়াইদোকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। এরপর ওই বিরোধী নেতাকে দিয়ে দেশটিতে নানাভাবে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির সর্বাত্মক চেষ্টা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। একইসঙ্গে আরোপ করা হয় কঠোর নিষেধাজ্ঞা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়