শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৫:২৭ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সবজি চাষে এগিয়ে যাচ্ছে নারীরা

জাহিদুল হক: [২] ঢাকাসহ আশেপাশের জেলাগুলোতে মানিকগঞ্জের উৎপাদিত সবজির চাহিদা রয়েছে। এতে করে প্রতি বছর জেলায় সবজির আবাদ ও চাষীর সংখ্যা বাড়ছে। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নারীরাও সমানতালে ক্ষেতে কাজ করছেন। সবজির উৎপাদন বাড়াতে আর শ্রমিক খরচ বাঁচাতে প্রতিদিনই কাজ করছেন তারা।

[৩] সাটুরিয়া উপজেলার জান্না এলাকার শাহনাজ খাতুন বলেন, চলতি বছর করোনা আর বন্যায় সবজি চাষে বেশ ক্ষতি হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে পানি নামার সাথে সাথে ক্ষেতে সবজির আবাদ শুরু করেছি। মূলধন কম থাকায় শ্রমিকের খরচ বাঁচাতে স্বামীর সাথে ক্ষেতে কাজ করছি।

[৪] বিলকিস আক্তার বলেন, বিভিন্ন সবজির ক্ষেতের বীজ সংরক্ষণ,বীজতলা তৈরি, নিরানী, পানি দেওয়া, সবজি তোলাসহ ক্ষেতের সব কাজেই পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কাজ করি। এতে সংসারের আয় রোজগার বাড়ে।

[৫] রহিমা খাতুন জানান,সংসারের কাজ সামলিয়ে বাড়তি সময়টুকু সবজি আবাদে দিচ্ছি। এবার সবজির ফলন ভাল হয়েছে। বাজারমূল্য ভাল থাকলে লাভবান হবো। জান্না উত্তরপাড়া গ্রামের মো.জসিম উদ্দিন বলেন, ২৫ বিঘা জমিতে বেগুন,ফুলকপি,মরিচ, করলা, লাউ ও শিমের আবাদ করেছি। এসব ক্ষেতে কাজ করা শ্রমিকদের প্রতিদিন চার থেকে পাঁচশো টাকা মজুরি দিতে হয়। পরিবারের নারী সদস্যরা ক্ষেতে কাজ করায় শ্রমিক কম লাগে।

[৬] জাতীয় মহিলা সংস্থা মানিকগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান লক্ষী চ্যাটার্জী বলেন, চাষাবাদের বিভিন্ন কাজে আগে থেকেই নারীরা অংশগ্রহন করতো। নানা কুসংস্কারের কারনে ক্ষেতে কাজ করতো না। তবে দিন দিন সমাজে নারীর প্রতি ভ্রান্ত ধারণা দূর হওয়ায় নারীরা চাষাবাদে ক্ষেতেও কাজ করছেন।

[৭] মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক মো. শাহজাহান আলী বিশ্বাস জানান, মাঠ পর্যায়ের বিভিন্ন প্রশিক্ষণ,সভা,মাঠ দিবসের অনুষ্ঠানে ৩০ ভাগ নারীদের অংশগ্রহন নিশ্চিত করতে কাজ করা হয়। এতে করে নারীরা দিন দিন উপযুক্ত পরামর্শ গ্রহনের মাধ্যমে চাষাবাদে অবদান রাখছেন। চলতি বছর ৮ হাজার পাঁচশো হেক্টর সবজির আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছে। এখন পর্যন্ত ৭ হাজার আটশো হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়