শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ১২:৪৯ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দ ফেরিঘাটের বেহাল এ্যাপ্রোচ সড়কে উল্টে গেলো পণ্যবাহী ট্রাক

কামাল হোসেন: [২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের দৌলতদিয়া প্রান্তের ফেরি ঘাটগুলোর গাড়ি ওঠা নামার এ্যাপ্রোচ সড়ক অতিরিক্ত ঢালু ও খানাখন্দের কারণে মরণ ফাঁদে পরিণত হয়েছে।

[৩] এ্যাপ্রোচ সড়ক অতিরিক্ত ঢালু ও খানাখন্দের কারণে বুধবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় দৌলতদিয়া ৫নং ফেরি ঘাট দিয়ে বেনাপোলগামী পণ্যবাহী ট্রাক যশোর-ট ১১-৩৮৩৯ গাড়িটি ফেরি নেমে উপরে উঠতে গেলে নিয়ন্ত্রণ হাড়িয়ে উল্টেগিয়ে ঢাকাগামী যাত্রীবাহী রোজিনা পরিবহন ঢাকা মেট্রো-ব ১১-৭৭৪৫ এর উপর গিয়ে পড়ে। এতে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও চাপায় পড়ে ট্রাক চালকের ডান হাত ভেঙে যায়। আহত ট্রাক চালকের নাম মোঃ টিটু মিয়া (৩০)। পরে মালামাল সরিয়ে দীর্ঘ চেষ্টার পর বেলা আড়াইটার দিকে চেইন-কপ্পা দিয়ে ট্রাকটি তোলা হয়।

[৪] স্থানীয় পরিবহন সংশ্লিষ্টরা জানান, দৌলতদিয়া ফেরি ঘাটের কোন না কোন ঘাটের এ্যাপ্রোচ সড়কে প্রায় প্রতিনিয়তই ঘটছে ছোট বড় এমন দূর্ঘটনা। কিন্ত এ ব্যাপারে বিআইডব্লিউটিএ কতৃপক্ষ বরাবরই উদাসিন। ঘাটের পাশে থাকা অবৈধ দোকানপাট সরিয়ে এ্যাপ্রোচ সড়কগুলো সোজা করে দ্রুত সংস্কার করার দাবি জানান তারা। তানা হলে যে কোন সময় ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা।

[৫] ফেরি ঘাট এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের এটিএসআই বিনয় কুমার চক্রবর্তী বলেন, ফেরি ঘাটের এ্যাপ্রোচ সড়কগুলো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঘাটগুলো দিয়ে যানবাহন উঠা নামা নিয়ন্ত্রন করতে তাদের প্রচন্ড বেগ পেতে হচ্ছে।

[৬] এ প্রসঙ্গে বিআইডব্লিউটিএ'র আরিচা অঞ্চলের সহকারী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, দ্রুতই ঘাটটি সংস্কার করা হবে। নদী ভাঙনের কারণে দৌলতদিয়া ফেরি ঘাটগুলো ভেঙ্গে মেইন সড়কের কাছাকাছি চলে আসায় যথাযথ টার্নিং সহ এ্যাপ্রোচ সড়ক তৈরিতে তাদের সমস্যা হচ্ছে বলেও তিনি জানান। সম্পাদনা: জেরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়