নূর মোহাম্মদ : [২] শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আহত ও নিহত ব্যক্তির পরিবারকে পাঁচ
লাখ টাকা করে দিতে হাইকোর্ট আদেশ দিয়েছিলেন। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং সরকারের আবেদন নিষ্পত্তি করে মঙ্গলবার প্রধান বিচারপতির
নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
[৩] এছাড়া দগ্ধ ও নিহতদের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও
জারি করেছিলেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, নারায়ণগঞ্জের মেয়র, তিতাস
গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক, রাজউক, ডিপিডিসি, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও এসপি, মসজিদ কমিটিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে
বলা হয়।