শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ১০:১০ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আড়াইহাজারে ডাকাত দলের ছয় সদস্য আটক

হাকিম ভূঁইয়া: [২] নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্দেহভাজন ডাকাত দলের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

[৩] এরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন চাঁদপুর সিঙ্গা এলাকার গোলম রাব্বানীর ছেলে শফিকুল ওরফে বাদল, একই জেলা, থানাধীন ও এলাকার মৃত হামেদ আলীর ছেলে শাহীন ও পশ্চিম কান্দা এলাকার বাবুল মন্ডলের ছেলে আপেল মণ্ডল, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন কালাপাহাড়িয়া ঝাউকান্দা এলাকার ফাইজুল হকের ছেলে রফিক ওরফে আব্দুর রহিম, একই জেলার সিদ্দিরগঞ্জ থানাধীন মৃত মোকলেছ মিয়ার ছেলে রনি ও সোনারগাও থানাধীন মৃত আব্দুর রশীদের ছেলে আলামিন ওরফে স্বপন।

[৪] এর আগে গত সোমবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাদের আটক করা হয়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সন্দেহভাজন ডাকাত দলের ছয় সদস্যকে আটক করে জিজ্ঞাবাদ করা হয়েছে। চোরি ডাকাতি রোধে পুলিশের রাতে টহল বৃদ্ধি করা হয়েছে।

[৫] দুস্কৃতিকারীদের দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। প্রসঙ্গত. গত কয়েক দিন আগে উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু ডাকাতির ঘটনা সহ স্থানীয় একটি খামার থেকে ৯টি গরু চোরির ঘটনা ঘটে। এতে জনমনে আতংক ছড়িয়ে পড়ে। ৫ নভেম্বর দিবাগত রাতে স্থানীয় ইলুমদী এলাকায় ডাকাতি কালে ডাকাত দলের এক সদস্যকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়