শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ১০:১০ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আড়াইহাজারে ডাকাত দলের ছয় সদস্য আটক

হাকিম ভূঁইয়া: [২] নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্দেহভাজন ডাকাত দলের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

[৩] এরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন চাঁদপুর সিঙ্গা এলাকার গোলম রাব্বানীর ছেলে শফিকুল ওরফে বাদল, একই জেলা, থানাধীন ও এলাকার মৃত হামেদ আলীর ছেলে শাহীন ও পশ্চিম কান্দা এলাকার বাবুল মন্ডলের ছেলে আপেল মণ্ডল, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন কালাপাহাড়িয়া ঝাউকান্দা এলাকার ফাইজুল হকের ছেলে রফিক ওরফে আব্দুর রহিম, একই জেলার সিদ্দিরগঞ্জ থানাধীন মৃত মোকলেছ মিয়ার ছেলে রনি ও সোনারগাও থানাধীন মৃত আব্দুর রশীদের ছেলে আলামিন ওরফে স্বপন।

[৪] এর আগে গত সোমবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাদের আটক করা হয়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সন্দেহভাজন ডাকাত দলের ছয় সদস্যকে আটক করে জিজ্ঞাবাদ করা হয়েছে। চোরি ডাকাতি রোধে পুলিশের রাতে টহল বৃদ্ধি করা হয়েছে।

[৫] দুস্কৃতিকারীদের দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। প্রসঙ্গত. গত কয়েক দিন আগে উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু ডাকাতির ঘটনা সহ স্থানীয় একটি খামার থেকে ৯টি গরু চোরির ঘটনা ঘটে। এতে জনমনে আতংক ছড়িয়ে পড়ে। ৫ নভেম্বর দিবাগত রাতে স্থানীয় ইলুমদী এলাকায় ডাকাতি কালে ডাকাত দলের এক সদস্যকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়